আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
134 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (11 points)
কয়েকদিন আগে বাসায় একটা ছোট বিড়ালের বাচ্চা এনেছিলাম। বাচ্চাটা কিছুদিন পরে অসুস্থ হয়ে যায়। বমি, রক্ত পায়খানা, না খেতে চাওয়া ইত্যাদি বিভিন্ন সমস্যা দেখা যায়়। আমরা ধরেই নিয়েছিলাম বিড়ালটা হয়তো বাঁচবে না ।আমি ও আমার মা নামায পড়ে আল্লাহর কাছে অনেক কান্নাকাটি করি। আল্লাহ যেন বিড়ালটিকে বাঁচিয়ে দেন। তখন আল্লাহর কাছে প্রতিজ্ঞা করেছিলাম বিড়ালটা বেঁচে গেলে এবং অনেকটা সুস্থ হয়ে গেলে তাকে আমরা ছেড়ে দেব। আল্লাহর অশেষ রহমতে বিড়ালটা অনেকটা সুস্থ হয়ে গিয়েছে। আলহামদুলিল্লাহ। আমরা তাকে ছেড়েও দিয়েছি কিন্তু তাকে যেখানে ছাড়া হয়েছে সেখানের অন্যান্য বিড়ালদের সাথে থাকছে না ।সে একা একা থাকছে। তার পাতলা পায়খানা এখনো ঠিক হয়নি। বিড়ালের প্রতি অল্প সময় আমাদের খুব মায়া জন্মেছিল। এবং বিড়ালটারও যে আমাদের জন্য খুব অনুভূতি ছিল সেটা বোঝা যেত। নতুন পরিবেশে সে মানিয়ে নিতে পারছে না ।এমতাবস্থায় তার আবার অসুস্থ হওয়ার সম্ভাবনা আছে। এখন প্রশ্ন হল বিড়ালটাকে কি আবার ফিরিয়ে আনা যাবে নাকি এটা গুনাহ হবে?

1 Answer

0 votes
by (565,890 points)
জবাব
بسم الله الرحمن الرحيم 


শরীয়তের বিধান মতে মান্নত ছহীহ হওয়ার জন্য অন্যতম একটি শর্ত হলো মান্নত এমন বিষয়ের হবে,যেটি ইবাদতে মাকসুদা,যেমন নামাজ, রোযা,হজ,কুরবানী,সদকাহ দান ইত্যাদি ।
যদি ইবাদতে মাকসুদা না হয়,তাহলে সে কাজ করার মান্নত করলে তাহা পুরন করা আবশ্যকীয় নয়।

হাদীস শরীফে এসেছেঃ 

حَدَّثَنَا ابْنُ السَّرْحِ، حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، عَنْ يَحْيَى بْنِ عَبْدِ اللَّهِ بْنِ سَالِمٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ الْحَارِثِ الْمَخْزُومِيِّ، عَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ فِي هَذَا الْخَبَرِ زَادَ: وَلَا نَذْرَ إِلَّا فِيمَا ابْتُغِيَ بِهِ وَجْهُ اللَّهِ تَعَالَى 

আমর ইবনু শু‘আইব (রহ.) থেকে পর্যায়ক্রমে তার পিতা ও তার দাদার সূত্রে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অতঃপর পূর্বোক্ত হাদীসের অনুরূপ। এতে আরো রয়েছেঃ মহান আল্লাহ সন্তুষ্টির জন্য যে মান্নত করা হয় কেবল তাই পূরণ করতে হয়।
(আবু দাউদ ২১৯২)


الدر المختار وحاشية ابن عابدين (رد المحتار) (3/ 738):
ولو نذر التسبيحات دبر الصلاة لم يلزمه، ولو نذر أن يصلي على النبي - صلى الله عليه وسلم - كل يوم كذا لزمه وقيل لا 
সারমর্মঃ
যদি কেহ প্রত্যেক নামাজের পর তাসবিহ পড়ার মান্নত করে,তাহলে তাহা আবশ্যকীয় হবেনা।   
,
★সুতরাং প্রশ্নে উল্লেখিত ছুরতে উক্ত বিড়াল ছেড়ে দেওয়ার মান্নত করার দ্বারা এটি মান্নত হয়নি।
তাই সেই বিড়ালকে ফিরিয়ে নিয়ে আসলে কোনো গুনাহ হবেনা।
,
তবে ওয়াদা ভঙ্গের কারনে মহান আল্লাহর কাছে তওবা করতে হবে। 


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

+1 vote
1 answer 164 views
...