বিসমিহি তা'আলা
জবাবঃ-
নতুন ঘর করার পর কোরআন খতম করে দাওয়াত খাওয়ানো কে দ্বীনের অংশ বা জরুরী মনে করা বিদআত।সুতরাং এ রকম অনুষ্টান করা বা তাতে শরীক হওয়া কোনোটাই জায়েয হবে না।কুলখানি, চল্লিশা ইত্যাদি সবগুলোর বিধান একই।
তবে জরুরী মনে না করলে,বরকতের নিয়তে কুরআন খতম করা বা কোনো নেককার মানুষ দ্বারা সূচনা করা,তাদেকে দাওয়াত খাওয়ানো বিদআত হবে না।কেননা নেককারকে খাবার খাওয়ানো উত্তম।
আল্লাহ-ই ভালো জানেন।
উত্তর লিখনে
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ, Iom.