আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
158 views
in ঈমান ও বিশ্বাস (Faith and Belief) by (53 points)
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়াবারকাতুহ

প্রশ্ন ১ ;- যেকোনো  ধর্মের বাচ্চারা মারা যাওয়ার পর তাদের মৃত্যু পরবর্তী জীবনটা কেমন হবে?
এ সম্পর্কে কি কিছু জানিয়ে গেছেন নবীজী (স)?  তাদের কবরের জীবন + কেয়ামতের দিনে  কি  করবে তারা? যেহেতু তারা নিষ্পাপ।
একটু ডিটেইলস এ বললে ভালো হয়


প্রশ্ন ২ ;- মেয়েদের জন্য ঠিক কতটুকু পাতলা ওড়না দিয়ে নামাজ পড়া জায়েজ আছে?  গরমে ভারী কাপড় পরে নামাজ পড়া টা অনেক কষ্টদায়ক। তাই জানতে চাচ্ছি..


প্রশ্ন ৩;-  আমার পরিচিত একজনের দ্বীনের বুঝ আছে। কিন্তু,  কি কারণে জানিনা সে কিছুতেই দ্বীনের অনেক বিধান মানতে চায় না। এমনকি নামাজ কাযা করে দেয়। তা নিয়ে কখনও অনুতপ্ত ও হয় না। আবার মাঝে মধ্যে ইসলামের কোন রুকন বা বিধান নিয়ে এমন কথা বলে যে ভয় হয় তার ঈমান আছে কি না।
তাকে ঈমানের কথা বলতে গেলে প্রায়ই কথা অন্যদিকে ঘুরিয়ে ফেলে। মানে,  শুনতে চায় না। অথচ সে একসময় ভালো একজন মানুষ ছিল। আর এখন তার যন্ত্রণায় সবাই অতিষ্ঠ হয়। কত মানুষের বদদোয়া লেগেছে তার উপর জানা নেই। মানুষকে জেনে না জেনে অনেক কষ্ট দেয়। আর মায়ের সাথে খুব বেশি বেয়াদবি করে।
এখন আমি তার হেদায়েতের জন্য দুয়া ছাড়া আর কি করতে পারি?


প্রশ্ন ৪;- পুতুল খেলা জানতাম জায়েজ নেই। কিন্তু পরে শুনেছি আইশা (রা) পুতুল খেলতেন এবং নবিজী নিষেধ করেন নি। তাহলে কি পুতুল খেলা জায়েজ হবে?

প্রশ্ন ৫ ;-  ইউটিউবে এমন কিছু ভিডিও আছে যেটাতে কিছু বাচ্চা এটা-সেটা দুষ্টামি করে,  খেলাধুলা করে,  মায়ের সাথে প্র‍্যাংক করে ইত্যাদি।   মানে ভিডিও যারা দেখবে তাদেরকে মজা দেওয়ার জন্য বিভিন্ন কিছু করে। এখন এই ভিডিওগুলো যদি আমি বাচ্চাদেরকে দেখাই তাহলে কি জায়েয হবে?
প্রশ্ন ৬ ;- কার্টুন দেখা জায়েয আছে কি না?


ক্ষমাপ্রার্থী এত বড় লেখার জন্য।  ব্রাউজারে প্রবলেম করছে তাই একসাথেই সব প্রশ্ন দিতে বাধ্য হলাম।

আফওয়ান

1 Answer

0 votes
by (583,020 points)
edited by
জবাব
وعليكم السلام ورحمة الله وبركاته 
بسم الله الرحمن الرحيم 


(০১)
মুসলমানদের নাবালেগ বাচ্চা মারা গেলে তারা জান্নাতী হবে।
কিছু বর্ণনায় এসেছে যে তারা জান্নাতের পাখি হবে।
,
হাদীস শরীফে এসেছেঃ 

حَدَّثَنَا عَيَّاشٌ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الأَعْلَى، قَالَ: حَدَّثَنَا سَعِيدٌ الْجُرَيْرِيُّ، عَنْ خَالِدٍ الْعَبْسِيِّ قَالَ: مَاتَ ابْنٌ لِي، فَوَجَدْتُ عَلَيْهِ وَجَدَا شَدِيدًا، فَقُلْتُ: يَا أَبَا هُرَيْرَةَ، مَا سَمِعْتَ مِنَ النَّبِيِّ صلى الله عليه وسلم شَيْئًا تُسَخِّي بِهِ أَنْفُسَنَا عَنْ مَوْتَانَا؟ قَالَ: سَمِعْتُ مِنَ النَّبِيِّ صلى الله عليه وسلم يَقُولُ: صِغَارُكُمْ دَعَامِيصُ الْجَنَّةِ.

খালিদ আল-আবসী (রহঃ) বলেন, আমার একটি পুত্র সন্তান মারা গেলে আমি অত্যন্ত শোকাহত হলাম। আমি বললাম, হে আবু হুরায়রা! আপনি কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নিকট এমন কিছু শুনেছেন যা দ্বারা আমরা আমাদের মৃতদের মৰ্মবেদনায় সান্তুনা লাভ করতে পারি? তিনি বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বলতে শুনেছিঃ তোমাদের ছোট শিশুরা বেহেশতের পতঙ্গ (মুসলিম, মুসনাদ আহমাদ,আল আদাবুল মুফরাদ ১৪৪)।

والدعاميص جمع دعموص، والدعموص: ذويبة تبقى في الماء لا تنفك عنه، فالنبي صلى الله عليه وسلم يخبرنا أن صغارنا هم في الجنة يبقون فيها لا يخرجون منها كحال هذه الذويبة الصغيرة المعروفة عند العرب التي تبقى في الماء ولا تخرج منه، 
সারমর্মঃ
 والدعموص মানে শূককীট, যেটি পনিতেই থাকে,পৃথক হয়না,পানিতেই বিদ্যমান থাকে,বের হয়না।
নবি করিম সাঃ বলেছেন যে মুসলমানদের বাচ্চা মারা গেলে তারা যে জান্নাতে যাবে,সেটিও এই কীটের মতো হবে,সেখানেই থাকবে,বের হবেনা। 

في صحيح حديثه صلى الله عليه وسلم عن ابن حبان وغيره أنه قال: "أولاد المسلمين في جبل في الجنة يكفلهم إبراهيم وسارة"، 

সারমর্মঃ
রাসুলুল্লাহ সাঃ বলেন মুসলমানদের ছোট সন্তানেরা জান্নাতের পাহাড়ে থাকবে,তাদের অভিভাবক হব্র ইবরাহীম, সারা রাঃ
,

فصغار المسلمين في الجنة لأنهم غير مؤاخذون، فالقلم لا يجري عليهم إلا بعد البلوغ.
সারমর্মঃ
সুতরাং বুঝা গেলো যে তারা জান্নাতে যাবে,কেননা তাদের কোনো মুয়াখাযা,হিসেব নেই।

কাফেরদের নাবালেগ সন্তান মারা গেলে তার বিধান সম্পর্কে জানুনঃ 
,
(০২)
যদি শরীরের অঙ্গ বুঝা যায়,দেখতে কোনো অঙ্গ উন্মোচিত মনে হয় ,তাহলে নামাজ জায়েজ  নেই । 
,
(০৩)
তাকে বুঝাতে হবে,দুয়াও করতে হবে।
,
(০৪)
তিনি ছোট ছিলেন,তাই সেই সময়ে নিষেধ করা হয়নি।
,
পরবর্তীতে ছোট দের জন্যেও অনেক ইসলামী স্কলার গন নিষেধ করেন,অনেকে অনুমতি প্রদান করেন।  

বিস্তারিত জানুনঃ   

(০৫)
অধিকাংশ ইসলামী স্কলারদের মতে জায়েজ নেই।
তবে কিছু ইসলামী স্কলারগন বলেছেন যে যদি বাদ্য-বাজনা না থাকে,মহিলাদের ছবি না থাকে,অশ্লীলতা না থাকে, তাহলে অনুমতি রয়েছে।
,
(০৬) 
বিস্তারিত জানুনঃ


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...