হযরত আনাস রাঃ বলেন,রাঃ বলেন, রাসুল সাঃ বলেছেন, দুটি বালকের একসঙ্গের আক্রমনে ইহুদী সম্প্রদায় জেরুজালেম হারিয়ে ফেলবে।তাদের একটির নাম শুয়াইব ইবনে ছালিহ,অপরটির নাম হবে শামীম বারাহ ।
(আখিরুজ্জামানা আল মাহদী ফিল আলামাতিল কিয়ামাহ,৯১)
20)
হযরত মুআয ইবনে যাবাল রাঃ বলেন, রাসূল সাঃ বলেছেন,অবশ্যেই আমার বংশের মাহদীর আগমনের পূর্বে কিয়ামত সংঘটিত হবে না। আর সে নিরাপদে জেরুজালেম ভ্রমণ করবে। আর ততক্ষন মাহদী জেরুজালেম ভ্রমন করবে না, যতক্ষন না অভিশপ্ত জাতি থেকে তা শামীম বারাহর দখলে না আসে। আর অবশ্যেই তা দিনের আলোর মত সত্য।
(আখিরুজ্জামনা আল মাহদী ফিল আলামাতিল কিয়ামাহ,হাদিছ নং,৯৬)
21)
*হযরত কাতাদাহ রাঃ বলেন রাসুল (সাঃ)- বলেছেন মাহদীর আগমনের পূর্বে আভিশাপ্ত জাতির সাথে
" শামীম বারাহর- নেত্রিত্ব মুমিনদের যুদ্ধ হবে। সেই যুদ্ধে জেরুসালেম মুমিনদের দখলে আসবে।
(আখিরুজ্জামানা আল মাহদী ফিল আলামাতিল কিয়ামাহ,হা.৯৭)
22)
*হযরত সাদ ইবনে ওয়াক্কাস (রাঃ) বলেন রাসুল (সা.)বলেছেন জেরুজালেম মুমিনদের দখলে যাবে,আবার তা ইহুদী সম্প্রয়াদ দখলে নেবে। অতঃপর আল্লহ তা আলা
শামীম বারাহর মাধ্যেমে আবার তা মুমিনদের দখলে আনবে।তখন মাহদী সেখানে নিরাপদে ভ্রমন করবে।
(আখিরুজ্জামানা আল মাহদী ফিল আলামাতিল কিয়ামাহ,হাদিছ নংঃ৯৮)
23)
*হযরত জাবির রাঃ বলেন,রাসূল সাঃ বলেছেন,অভিশপ্ত জাতির নিকট থেকে হিন্দুস্থান বিজয়ের সৈনিকরা অর্থাৎ গাজোয়াতুল হিন্দের বিজয়ী সৈনিকরা জেরুজালেম দখলে নেবে। আর তাদের সেনাপতি হবে শামীম বারাহ, যার উপাধী হবে ★সাহেবে কিরাণ।★
(আখিরুজ্জামানা আল মাহদী ফিল আলামাতিল কিয়ামাহ,১০০)
24)
*হযরত আবু যার (রাঃ) বলেন আমি রাসূল( ছ).কে বলতে শুনেছি ইহুদী খ্রিষ্টানদের সাথে মুসমানদের দুটি বড় যুদ্ধ হবে।প্রথম যুদ্ধে পূর্ব ও পশ্চিম থেকে দুটি বালক নেত্রীত্ব দিবে,যাদের নাম হবে শুয়াইব আর শামীম বারাহ। এবং দ্বিতীয় যুদ্ধ নেত্রিত্ব দিবে মরিয়ম পুত্র ইছা আঃ আর দুটি যুদ্ধেই আল্লহ তাদের পাথর ও গাছ দিয়ে সাহায্য করবে।
(আখিরুজ্জামানা আল মাহদী ফিল আলামাতিল কিয়ামাহ,১৪১)
25)
*হযরত আলী (রাঃ) বলেন রাসুল (ছ.)বলেছেন ইহুদী খ্রিষ্টানদের সাথে মুছলমানদের দুইটি বড় যুদ্ধ হবে।আর দুটিতেই মুসলমানদের সাহায্যের জন্য আল্লহ তা আলা """গাছ ও পাথরের """যবান খুলে দেবে। তার একটি হবে মরিয়ম পুত্র ইছা আঃ এর সময়। আর প্রথমটি মাহদীর আগমনের কিছু পূর্বে।
(আখিরুজ্জামানা আল মাহদী ফিল আলামাতিল কিয়ামাহ,১৪৭)
26)
*হযরত জাহশ (রাঃ) বলেন আমি রাসূল (ছ.)কে বলতে শুনেছি অবশ্যেই কিয়ামতের পূর্বে ইহুদী খ্রিষ্টানরা পৃথিবিতে বিপর্যয় সৃষ্টি করবে।তখন "শুয়াইব "আর "শামীম বারাহ"১ তাদের বিরুদ্ধে যুদ্ধ করবে।আর সেই যুদ্ধে গাছ আর পাথর তাদের সাহায্যের উচিলা হবে।আর এটা মুমিনদের জন্য আল্লহর নিদর্শন।
( আখিরুজ্জামানা আল মাহদী ফিল আলামাতিল কিয়ামাহ,১৫৮)
শেইখ, এই হাদিসগুলো আখিরুজ্জামানা আল মাহদী ফিল আলামাতিল কিয়ামাহ' বই থেকে নেয়া। এগুলো কি সহীহ না জাল?