দুইজন ছেলে মেয়ে একে অপরকে পছন্দ করে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে। দুইজনের বাসায় ব্যাপার টি জানানো হলো এবং তাদের বিয়েতে ফ্যামিলি মোটামুটি রাজি হলো। কিন্তু ফ্যামিলি চাচ্ছে এখনি না, আরো পরে বিয়ে দিতে। কিন্তু ছেলেমেয়ে দ্বীনের পথে চলতে যায়, যিনা করতে চায় না। যিনা থেকে বাচতে, গুনাহ থেকে বাচতে তারা কি এখন পরিবারকে না জানিয়ে শরীয়াহর নিয়মানুসারে বিয়ে করে নিতে পারবে? যেহেতু বাসা থেকে বিয়ে দিবে, কিন্তু কিছুদিন পরে(হতে পারে ২-৩ দিন বছর), তাই এই কয়েক দিন তারা গুনাহ থেকে বাচার জন্য নিজেরা বিয়ে করে নিতে পারবে?(সাক্ষী উপস্থিত রেখে)