আসসালামু আলাইকুম। একদা আমি সফরে ছিলাম এবং বাসে চলন্ত অবস্থায় মাগরিবের আযান হয়ে যায়। যেহেতু বাস থামবে না এবং কাযা হয়ে যেত সেহেতু আমি বাসের ভিতরেই এক জায়গাই বসে সলাত আদায় করে নিই। কিন্তু আমি কোন দিকে মুখ করে সলাত শুরু করেছিলাম তা জানতাম না।আর নির্ণয় করার ব্যবস্থা আমার কাছে ছিল না। আমার সলাত কি সঠিক হয়েছে নাকি কাযা করা লাগবে? যেহেতু ঘটনাটা অনেকদিন আগের সেহেতু কিভাবে কাযা করতে হবে জানানোর অনুরোধ রইল।