জবাব
وعليكم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
সুরা আল বালাদের ১৬ নং আয়াতে মহান আল্লাহ তায়ালা ইরশাদ করেনঃ
اَوۡ مِسۡکِیۡنًا ذَا مَتۡرَبَۃٍ ﴿ؕ۱۶﴾
অথবা দারিদ্র-নিষ্পেষিত নিঃস্বকে।
মিসকীন বলে যারা সম্পূর্ণ রিক্ত হস্ত অথবা যাদের জীবিকা অর্জনের ক্ষমতা নেই।
ফাতাওয়ায়ে শামীতে আছেঃ
ومسکین من لا شئی لہ علی المذھب لقولہ تعالیٰ او مسکیناً ذا متربۃ وایۃ السفینۃ للترحم (در مختار) قولہ علی المذھب من انہ اسواء حالا من الفقیر وقیل علی العکس والاول اصح بحر وھو قول عامۃ السلف اسمٰعیل وافھم با لعطف انھما صنفان وھو قول الا مام وقال الثانی صنف واحد(رد المحتار باب المصرف ج ۲ ص ۸۰ ۔ط۔س۔ج۲ص۳۳۹)
সারমর্মঃ
মিসকিন বলা হয় যার কিছুই নেই।
যার অবস্থা ফকির থেকেও নিম্নমানের।
এটাই ছহীহ মত।
ফকিরের সংজ্ঞা জানুনঃ
,
★★প্রিয় প্রশ্নকারী দ্বীনি বোন,
প্রশ্নে উল্লেখিত আত্মীয় যদি উক্ত ব্যাক্তির বাবা মা বা তার উপরের দিক থেকে কেউ না হয়,সন্তান বা সন্তানের সন্তান (নিচের দিক থেকে কেউ) না হয়,নিজ স্বামী/স্ত্রী না হয়,আর সে উপরে উল্লেখিত সংজ্ঞা অনুযায়ী ফকির বা মিসকিনের ক্যাটাগরিতে পড়ে,তাহলে তাকে ছওয়াবের নিয়ত ছাড়া এই সূদের টাকা দান করা যাবে।
উক্ত আত্মীয় জানুক বা না জানুক,তার এই টাকা গ্রহন করাতে তার এবং দাতার কোনো গুনাহ হবেনা।