বিসমিহি তা'আলা
জবাবঃ-
নন মাহরাম মহিলাকে দেখা পুরুষের জন্য হারাম।তবে মহিলাদের জন্য পুরুষকে দেখা শর্তসাপেক্ষে অনুমোদিত।
সু-প্রিয় পাঠকবর্গ!
পুরুষ কর্তৃক নারীকে দেখা, এবং নারী কর্তৃক পুরুষকে দেখার বিধান যদিও সমান নয়,তথাপি ফিতনার আশংকা থাকলে উভয়ের বিধান সমান তথা হারাম হবে।সুতরাং যেভাবে একজন পুরুষের জন্য নারীকে দেখা হারাম হয় ঠিক সেভাবে একজন নারীর জন্য পুরুষকে দেখাও হারাম হবে।
হ্যা ফিতনার আশংকা না থাকলে শিক্ষার জরুরতে ইস্তেগফারের সাথে নারীদের জন্য পুরুষ শিক্ষককে দেখার রুখসত রয়েছে।বিস্তারিত জানতে ভিজিট করুন- 1005
সুতরাং
ফিৎনার অাশংকা না থাকলে আপনি পড়াতে পারবেন। আপনি যদি উনাকে পড়ান,তাহলে তাকে দেখতে পারবেন না।তার জন্যও আপনাকে না দেখা উচিৎ।
মহিলার জন্য বিধান হচ্ছে,সে সর্বদা রুক্ষ ভাষায় আপনার সাথে কথা বলবে।
যখনই দেখবেন,মনে হারাম কোনো চিন্তাভাবনা চলে আসছে,তখন থেকে আর পড়ানো জায়েয হবে না।আল্লাহ-ই ভালো জানেন।
উত্তর লিখনে
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ, Iom.