আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ শায়খ, শায়খ আমি ফিকহী মাসআলায় হানাফি মাযহাব ফলো করি। আমার সমস্যা হচ্ছে, ছোটবেলা থেকে আমি মেয়েদের সিজদার মত করে সিজদা দিতে পারিনা। আমার মা বান্ধবীরা দেখেছে, তারা সবাই বলে আমার সিজদা নাকি একেবারেই হয় না। এমন না আমার পায়ে কোন ব্যথা আছে, কিন্তু আমার সিজদা খুব বাঁকা হয়। সাপের মত লাগে নাকি দেখতে, আল্লাহু আলাম। সেজদা দিয়ে যখন উঠি তখন আমার সিনা ও একটু ঘুরানো থাকে। কিবলার দিক থেকে সরানো থাকে। এটার জন্য আমি অনেক ভয়ে থাকি, আমার বোধ হয় নামাজই হবেনা এরকম হলে। ড. আব্দুল্লাহ খন্দকার জাহাঙ্গীর রহি. এর একটা ভিডিওতে আমি শুনেছি "মেয়েদের পেটের চর্বি বেড়ে গেলে সমস্যা হলে ছেলেদের মত করে সিজদা দেয়া যাবে।" এই ধরণের কিছু। এরপর থেকে আমি ছেলেদের মত করে সিজদা করা শুরু করলাম। বেশ আরামদায়ক লাগছে সিনাও ঘুরে যাচ্ছে না আগের মত ক্বিবলা থেকে৷ আমি জানতে চাই আমার নামাজ কি হচ্ছে? কারণ আমাদের লা মাযহাবি ভাইবোনদের সালাত তো এরকম, কোন আলিম তো বলেন না উনাদের সালাত আল্লাহ কবুল করেন না। এখন কি বুঝব শায়খ??