১. শবে কদরের রাতের ব্যপ্তি কতটুক? মাগরিবের পর থেকে সুবহে সাদিক নাকি এশার ওয়াক্ত থেকে সুবহে সাদিক?
২.পৃথিবীর ভিন্ন ভিন্ন দেশে কি শবে কদর ভিন্ন ভিন্ন দিনে হতে পারে? যেমনঃ বাংলাদেশে ধরা হলো ২৫ রমযানের রাত শবে কদর, তাহলে আফ্রিকায় কি ২৭ বা ২৯ তারিখে হতে পারবে?
৩.শবে কদরের রাত কি আবর্তিত হয়?যেমনঃ বাংলাদেশে যেদিন ২৪ রমযান পৃথিবীর নানান দেশে ২৫ রমযান। এখন সেসব দেশে যদি শবে কদর ২৫ এ রমযানে হয় তাহলে বাংলাদেশ কি শবে কদর থেকে বঞ্চিত হবে? যেহেতু শবে কদর ২৫ এ রমযানে হয়ে গিয়েছে এবং সেদিন বাংলাদেশে ২৪ রমযান ছিলো