আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
288 views
in সালাত(Prayer) by (72 points)
মাগরিবের ফরয ও সুন্নত  নামাজ পড়ার পর কোনো কারণে মনে হয়েছে ফরয নামাজ হয়নি তাই ফরয নামাজ আবার আদায় করেছি। এক্ষেত্রে কি আমার আবারো সুন্নত পড়া উচিত ছিল?যেহেতু মাগরিবের সুন্নত ফরযের পরে। এদিকে ওয়াক্ত শেষ হয়ে গেছে।

1 Answer

0 votes
by (565,890 points)
জবাব
بسم الله الرحمن الرحيم 


হাদীস শরীফে এসেছেঃ
  
حَدَّثَنَا أَبُو كَامِلٍ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ زُرَيْعٍ، حَدَّثَنَا حُسَيْنٌ، عَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ، عَنْ سُلَيْمَانَ بْنِ يَسَارٍ، - يَعْنِي مَوْلَى مَيْمُونَةَ - قَالَ أَتَيْتُ ابْنَ عُمَرَ عَلَى الْبَلَاطِ وَهُمْ يُصَلُّونَ فَقُلْتُ أَلَا تُصَلِّي مَعَهُمْ قَالَ قَدْ صَلَّيْتُ إِنِّي سَمِعْتُ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم يَقُولُ " لَا تُصَلُّوا صَلَاةً فِي يَوْمٍ مَرَّتَيْنِ " . - حسن صحيح 

সুলায়মান ইবনু ইয়াসার অর্থাৎ মায়মূনাহ্ (রাঃ)-এর মুক্ত দাস সূত্রে বর্ণিত। তিনি বলেন, আমি বালাত নামক স্থানে ইবনু ‘উমার (রাঃ)-এর সাথে দেখা করতে এসে লোকদেরকে সলাত আদায়রত পাই। আমি বললাম, আপনি তাদের সাথে সলাত আদায় করছেন না কেন? তিনি বললেন, আমি ইতিপূর্বে সলাত আদায় করেছি। আমি রসূলুলাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বলতে শুনেছিঃ তোমরা একদিনে কোন সলাত দু’বার আদায় করো না।
(আবু দাউদ ৫৭৯)

রাসুলুল্লাহ সাঃ বলেনঃ

لاَ تُعَادُ الصَّلاَةُ فِي يَوْمٍ مَرَّتَيْنِ " .
একদিনে এক সালাত দু'বার আদায় করা যাবে না।
(আবু দাউদ হা ৫৯২,নাসায়ী ৮৬১)

وفي "السنن الكبرى" للبيهقي (2/ 431) جاء بلفظ :  لَا صَلَاةَ مَكْتُوبَةً فِي يَوْمٍ مَرَّتَيْنِ   . 
একদিনে এক ফরজ সালাত দু'বার আদায় করা যাবে না।

★সুতরাং এক বার ফরজ নামাজ আদায় করার পর সেটা আবার আদায় করা যাবেনা।
হ্যাঁ যদি আগের ফরজ নামাজ কোনো কারনে ফাসেদ হয়ে যায়,তাহলে সেই নামাজ আবার আদায় করতে হবে। 
,
এক্ষেত্রে সুন্নাতও আদায় করতে হবে কিনা?
ফিকহ গ্রন্থে দুই রকমের মত পাওয়া যায়।
শুধু ফরজ আদায় করবে, সুন্নাত পুনরায় আদায় করতে হবেনা।
(ফাতাওয়ায়ে ফরিদিয়্যাহ ২/৩৫৪)

মালাবুদ্দা মিনহু গ্রন্থের ৪৬ নং পৃষ্ঠায় এসেছে যে ঈশার নামাজ পুনরায় আদায় করার সময় সুন্নাতও আদায় করবে।

ফাতাওয়ায়ে আলমগীরীতে আছেঃ

العشاء ناسیاً او صلاہما فظہر فساد العشاء دون الوتر فانہ یصح الوتر ویعید العشاء وحدھا عند ابی حنیفۃ لان الترتیب یسقط بمثل ھذا العذر
(فتاویٰ عالمگیریہ ص۵۱ جلد۱ المواقیت وما یتصل بہا وفیہ)
সারমর্মঃ
যদি ঈশা নামাজের ক্ষেত্রে এমনটি হয়,তাহলে শুধু ওশার নামাজই আদায় করবে।
বিতর ইত্যাদি পুনরায় আদায় করতে হবেনা।   
,
★★সুতরাং সতর্কতামূলক সুন্নাতও পুনরায় আদায় করা উচিত।
প্রশ্নে উল্লেখিত ছুরতে যেহেতু ওয়াক্ত শেষ হয়ে গিয়েছে,তাই সুন্নাত আর আদায় করতে হবেনা।     


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...