আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
645 views
in খাদ্য ও পানীয় (Food & Drink) by (7 points)
আসসালামু আলাইকুম শায়েখ।
বাজারে অনেক সময় মদ বা এ জাতীয় পণ্যের খালি বোতল পাওয়া যায়। বিশেষ করে কাচের বোতল। আমরা জানি যে প্লাসটিকের বোতল ব্যবহার স্বাস্থ্যের জন্য খুব একটা উপযোগী না। এজন্য যদি পানি খাবার জন্য ঐ মদের বোতল সমূহ ব্যবহার করা হয়,  তাহলে কি তা ঠিক হবে? হলে ব্যবহার বিধি কিরুপ হবে?

1 Answer

+1 vote
by (597,330 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
যদি ভাল করে পরিস্কার করা হয়, এতে মদের কোন চিহ্নও বাকি না থাকে তাহলে জায়েজ হবে। কোন সমস্যা নেই। ইসলামের প্রথম যুগে মূলত ৩ টি কারণে মদের পাত্রে পানি পান করা ও সির্কা ভিজাতে নিষেধ করা হয়েছিল। যথা-

১-পাত্রে মদের চিহ্ন অবশিষ্ট থাকার কারণে নিষেধ ছিল।

২-মদের পাত্রে পান অন্য কিছু পান করার দরূন যেন মদের কথা স্বরণ না হয়ে যায়।

২-মদের প্রতি যেন পরিপূর্ণ ঘৃণা সৃষ্টি হয় সে কারণে এ পদ্ধতি অবলম্বন করা হয়, পরবর্তিতে যখন মদ হারাম হওয়ার বিষয়টি সবার জানা হয়ে যায়, এবং সাহাবাদের মাঝে মদের প্রতি প্রচন্ড ঘৃণা জন্মে যায়, তখন ওসব পাত্র ভাল করে পরিস্কার করে তা দিয়ে পানি পান ইত্যাদি নিষেধাজ্ঞার বিষয়টি রহিত হয়ে যায়। {তাকমিলা ফাতহুল মুলহিম-৩/৩৫১}

فى تكملة فتح الملهم- وكانت هذه الظروف مختصة بالخمر، فلما حرمت الخمر حرم النبى ﷺ استعمال هذه الظروف، إما لأن فى استعماله تشبها بشرب الخمر وتذكيرا له، واما لان هذه الظروف كانت فيها أثر الخمر، فلما مضت مدة أباح النبى ﷺ استعمال هذه الظروف، كما سيأتى فى أحاديث الباب، فإن أثر الخمر زال عنها، أو لأن الشيئ حينما يحرم فإن الائق حينذاك أن يبالغ فى التحريم، ويشدد فى الأمر، ليتركه الناس مرة، فإذا تركه الناس، واستقر الأمر يزول التشديد بعد حصول المقصود، (تكملة فتح الملهم، كتال الأشربة، باب النهى عن الانباذ فى المزفت والدباء والحنتم والنقير، وبيان انه منسوخ، وانه اليوم حلال، ما لم يصر مسكرا،-3/351

عَنِ ابْنِ بُرَيْدَةَ عَنْ أَبِيهِ أَنَّ رَسُولَ اللَّهِ -صلى الله عليه وسلم- قَالَ « نَهَيْتُكُمْ عَنِ الظُّرُوفِ وَإِنَّ الظُّرُوفَ – أَوْ ظَرْفًا – لاَ يُحِلُّ شَيْئًا وَلاَ يُحَرِّمُهُ وَكُلُّ مُسْكِرٍ حَرَامٌ

হযরত বুরাইদা রাঃ তার পিতা থেকে বর্ণনা করেন যে, রাসূল সাঃ ইরশাদ করেছেন-আমি তোমাদের কিছু পাত্রের ব্যাপারে {মদ রাখার পাত্র} নিষেধাজ্ঞা করেছিলাম। মূলত পাত্র কোন কিছুকে হালালও করে না, আবার কোন কোন কিছুকে হারামও করে না। তবে প্রতিটি মাদকদ্রব্য হারাম। {সহীহ মুসলিম, হাদীস নং-৫৩২৬, সুনানে নাসায়ী কুবরা, হাদীস নং-৫১৮৮, সুনানে দারা কুতনী, হাদীস নং-৬৭, সুনানে তিরমিজী, হাদীস নং-১৮৬৯} ( আহলে হক মিডিয়া)


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by (7 points)
জাজাকাল্লাহ্ শায়েখ। 
by
আসসালামু আলাইকুম একদিন আমি না জেনে মদ যুক্ত খাবার খেয়ে পেলি এখন আমার কি করা উচিত

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...