১। কমোডে পশ্রাব করার সময় যেটুকু পশ্রাব কমোডে লেগে থাকে, পানি ব্যবহারের সময় কি আগে তা ধুতে হবে যেন পানি ব্যবহারের সময় কমোডে লেগে থাকা পশ্রাব (, জমে থাকা পশ্রাব নয়) এর সাথে পানি মিশে আবার গায়ে/ কাপড়ে না লাগে? এই সামান্য পরিমান পশ্রাবের সাথে ব্যবহৃত পানি মিশার পর ও কি ঐ পানি নাপাক হয়ে যায়?
২।যদি নাপাক হয় তাহলে তো, অনেক পানি খরচ করতে হবে, অনেক কঠিন ও ব্যপার। আর প্রায় সবাই ই তো এমনটা করে না। আমিও এমন আগে করিনি। এটা নিয়ে ভাবিও নি। এখন প্রবল ওয়াসওয়াসা সমস্যায় আছি বলে এসব নিয়ে অতিরিক্ত ভাবি