আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ শায়খ।
১. ফোনে কি বিয়ের উকিল ঠিক করা যায়? ফোন করে যদি পাত্র কোন নারী/পুরুষকে বলে দেয় যে তার এই বিয়েতে মত আছে, তাহলে এই নারী বা পুরুষ কি তার বিয়ে পড়িয়ে দিতে পারবে?
২. যদি যায়, তাহলে সেই নারী/পুরুষ ওকিল কী বলবে বিয়ের মজলিসে?
৩. বিয়ের মজলিসে ওই নারী/পুরুষ উকিল, পাত্রী, আর সাক্ষী থাকলে কি বিয়ে সহিহ হয়ে যাবে?