আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
136 views
in খাদ্য ও পানীয় (Food & Drink) by (23 points)
Masjid er gaser fol khete kar kase onumoti nibo?

1 Answer

0 votes
by (710,840 points)
বিসমিহি তা'আলা

জবাবঃ-
অালহামদুলিল্লাহ।

হযরত ইবনে উমর রাযি থেকে বর্ণিত রয়েছে যে,একবার হযরত উমর রাযি খেজুরের বাগান সদকাহ করার মনস্থ করলেন।এবং এ বিষয়ে তিনি রাসূলুল্লাহ সাঃ এর সাথে পরামর্শ করলেন।রাসূলুল্লাহ সাঃ তাকে ওয়াক্বফ করার আদেশ প্রদাণ করে বললেন।
 ﻓﻘﺎﻝ ﺻﻠﻰ ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ : ( ﺗَﺼَﺪَّﻕْ ﺑِﺄَﺻْﻠِﻪِ ، ﻻَ ﻳُﺒَﺎﻉُ ﻭَﻻَ ﻳُﻮﻫَﺐُ ﻭَﻻَ ﻳُﻮﺭَﺙُ، ﻭَﻟَﻜِﻦْ ﻳُﻨْﻔَﻖُ ﺛَﻤَﺮُﻩُ )
তুমি মূল জিনিষকে আল্লাহ রাস্তায় ওয়াক্বফ করে দাও,যা কখনো বিক্রয় করা যাবে না,এবং যা কখনো হেবাহ করা যাবে না,এবং যে সম্পত্তির ওয়ারিছও কেউ কখনো হবে না।বরং সে সম্পত্তি থেকে অর্জিত মুনাফাকেই আল্লাহর রাহে খরচ করা হবে।(সহীহ বুখারী-২৭৬৪,সহীহ মুসলিম-১৬৩২)

ইবনে হাজার আসক্বালানী রাহ অন্য এক বর্ণনার উদ্ধৃতি দিয়ে বলেন,
ﻗﺎﻝ ﺍﻟﺤﺎﻓﻆ ﺍﺑﻦ ﺣﺠﺮ ﺭﺣﻤﻪ ﺍﻟﻠﻪ :
ﺯَﺍﺩَ ﺍﻟﺪَّﺍﺭَﻗُﻄْﻨِﻲُّ ﻣِﻦْ ﻃَﺮِﻳﻖِ ﻋُﺒَﻴْﺪِ ﺍﻟﻠَّﻪِ ﺑْﻦِ ﻋُﻤَﺮَ ﻋَﻦْ ﻧَﺎﻓِﻊٍ : ( ﺣَﺒِﻴﺲٌ [ ﺃﻱ : ﻭﻗﻒ ] ﻣَﺎ ﺩَﺍﻣَﺖِ ﺍﻟﺴَّﻤَﺎﻭَﺍﺕُ ﻭَﺍﻟْﺄَﺭْﺽُ )
রাসূলুল্লাহ সাঃ কিয়ামত পর্যন্ত আল্লাহর রাহে ওয়াক্বফের কথা বলেছেন।(ফাতহুল বারী-৫/৪০১)

আবুল হাসান মাওয়ারদী রাহ বলেন,
ﻗﺎﻝ ﺃﺑﻮ ﺍﻟﺤﺴﻦ ﺍﻟﻤﺎﻭﺭﺩﻱ ﺭﺣﻤﻪ ﺍﻟﻠﻪ :
" ﺷِﺮَﺍﺀُ ﺍﻟْﻮَﻗْﻒِ ﺑَﺎﻃِﻞٌ ﺑِﻮِﻓَﺎﻕٍ [ ﺃﻱ : ﺑﺎﺗﻔﺎﻕ ﺍﻟﻌﻠﻤﺎﺀ"
ওয়াক্বফ সম্পত্তির ক্রয়-বিক্রয় সমস্ত উলামাগণের সম্মতিক্রমে বাতিল হিসেবে পরিগণিত।(আল-হাবী-৩/৩৩২)

সু-প্রিয় পাঠকবর্গ!ও প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
ওয়াক্বফ কৃত জায়গা ব্যতীত শরয়ী মসজিদ হয় না।আর ওয়াক্বফ সম্পত্তি সম্পর্কে কুরআন-হাদীসের সিদ্ধান্ত হলো,এটার মালিক পৃথিবীর কোনো মানুষ থাকে না।বরং ওয়াক্বফ করার সাথে সাথে মানুষের মালিকানা থেকে বের হয়ে সেটা মতান্তরে আল্লাহর মালিকানায় চলে যায়।শুধুমাত্র দেখভাল করার জন্য একজন ব্যবস্থাপক বা মুতাওয়াল্লি নির্ধারণ করা হয়ে থাকে।তাই বলা যায় যে,অস্থায়ী ভিত্তিতে দেখভাল করার দায়িত্ব নিয়ে বর্তমান মুতাওয়াল্লিই এই ওয়াক্বফ সম্পত্তির মালিক।যিনি এই ওয়াক্বফ সম্পত্তির উপার্জিত আয় থেকে আল্লাহর রাহে নিষ্টার সাথে খরচ করবেন।

সুতরাং মসজিদের কোনো জিনিষ মুতাওয়াল্লির অনুমতি ব্যতীত ব্যবহার করা যাবে না।

আল্লাহ-ই ভালো জানেন।

উত্তর লিখনে

মুফতী ইমদাদুল হক

ইফতা বিভাগ, Iom.


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

0 votes
0 answers 7 views
0 votes
1 answer 42 views
0 votes
1 answer 58 views
...