((আল্লাহর ওয়াস্তে পড়ুন, দুইজন এর ঈমান নিয়ে পেরেশানিতে আছি, ৩ ঘটনা নির্ভর ব্যাখ্যা অনেক লম্বা))
*আমার ১ম ঘটনা*: আজ বাড়ির রাস্তা দিয়ে হাটার সময় আমি ইসলামের লিখাওয়ালা কাগজ পাইলাম। আমার মনে হলো তা তুলে নেয়ার জন্য। কিন্তু আফসোস ঈমানি দুর্বলতার কারনে আমি তা না উঠিয়ে ঘরে চলে যাই। ঠিক ১.৩০ ঘন্টা দেড় ঘন্টা পরে, আবার ওইখানে গিয়ে তা তুলে নিলাম এবং,, যেখানে মানুষ আসা-যাওয়া নাই মানে বদ্দ্ব বাগানের মতো সেখানে ফেলে দিলাম।
(এখানে ফেললে বৃষ্টির মাধ্যমে আল্লাহ্ পাক সেই কাগজ কে মুছে দিবেন তাই বাশ-ঝাড় এর বাগানে ফেলে দিয়েছি)
*আমার ২য়ঘটনা*: আবার হাত-পাখায় আমার বোন "ইয়াসিন" লিখে বহু দিন আগে। "ইয়াসিন" যেহেতু আমাদের নবী (সা:) এর নাম, তো সেই হাত পাখা আমার অজান্তে পায়ে লেগে যায়। তার পরপর-ই আমি বুকে টেনে নেই সম্মানে। আমার এই ঘটনা দেখে আশ পাশ এ ঘরের লোক ছিলো,,আমি হাত-পাখা বুকে টেনে নেয়ার কারনে এই ঘটনা দেখা আমার ফ্যামিলি হাসেন। ((আসলে মূল বিষয়টা তো উনাদের অজানা কারন সেই পাখায় আমাদের প্রিয় নবীজি (সা:) এর নাম লিখা রয়েছে, কিন্ত "ইয়াসীন" শারীফ নাম লিখা তা আমার জানা আছে।))
কিন্তু তাদের হাসার সাথে সাথে আমিও হেসে ফেলি। আমার হাত পাখার মধ্যে "ইয়াসিন" নাম লিখা এবং তা হাত-পাখা সালাম বা বুকে টেনে নেয়ার কারনে ফ্যামিলির হাসার সাথে আমিও হাসি। এই হাসার দ্বারা আমার ঈমানের সমস্যা হবে কি?
*আমার আম্মার ঘটনা ৩য়*:)) মামুনুল হক এর বিষয়ে আম্মা ফেসবুকে আজ জানলেন বলতে গ্রেফতার হয়েছেন তা জানলেন কিন্তু মামুনুল হক্ব কে কোন বা কি কারনে গ্রেফতার করা হয়েছে তা আমার আম্মার অজানা ইনশাআল্লাহ্ ।
তো উনি (আম্মা) আমাকে উঠে বললেন, ""হাসিনা যা ভালোই করে।""
আমি হতকে গেলাম শুনার পরেই। পরে আমি বললাম, রাস্তা বই ইত্যাদি দেয় তা ভালো। যা ভালো করেছে তা ভালো। কিন্তু যেখানে খারাপ সেটা খারাপ তা তো বলতে হবে। মামুনুল হাক্ব একজন আলিম। উনি ইসলামের পক্ষে কথা বলেন। মোদী বিরুদ্দ্ব কথা বলেছেন ইত্যাদি ইত্যাদি""
আম্মাকে বললাম, " আপনি তো না জেনেই না বুজে বলেছেন "হাসিনা যা করে ভালোই করেছে। "।
দেখেন এই কথাগুলোও আমি ভালোর জন্য-ই বলেছি। উনি (আম্মা) আবার উত্তর দেন, "আমার এত বুঝার দরকার নাই"
[[[[আসলে আমার আম্মা (বলতে কষ্ট হলেও বলতে হচ্ছে) উনি শরীয়ত এর জ্ঞান তেমন নেই। দুনিয়াবি জ্ঞান এই সেইম। বয়স ৪০ এর মত। আপনি যদি ভালো কিছু বুঝাতে যান,,উনি এক ঘেয়েমিতা করেন মানে প্রবাদ আছে না,, নিজে যা বুজে ওইটাই ঠিক। এরকম টাইপের আমার মা]]]]
আমার ধারনা, আমার আম্মা মামুনুল হক এর প্রসংগের উত্তর টা না বুজে বিষয় না জেনে বলেছেন।
আমার আম্মার মনের অবস্থা তো একমাত্র আল্লাহ-ই ভালো জানেন, আমরা তো আর না।
তাই মামুনুল হক এর ব্যাপারে এমন মন্তবএর দ্বারা আমার আম্মার ঈমান এর কোনো সমস্যা হবে কি?
(আরেকটি বিষয়, দেশে যে মূর্তির বিরুদ্দ্ব, কাফের মোদির বিরুদ্দ্বে, ইত্যাদি ইত্যাদির জন্য মামুনুল হক প্রতিবাদ করেছেন, এই সম্পর্কে হয়ত আম্মার জানা নাই)
প্রশ্ন---
*ঘটনা ১:)* এর জন্য ১ম বার মানে দেড় ঘন্টা আগে আমি ইসলামিক কাগজ ঈমানি দুর্বলতার কারনে তুলি নাাই,(যেখানে মানুষের চলা ফেরা আছে)। তো প্রথম বারের ঈমানি দুর্বলতার কারনে না তুলার জন্য যেহেতু ইসলামিক কাগজ, তাহলে ঈমান চলে যাওয়ার আশংকা আছে কি?
*ঘটনা ২:)* এর জন্য---হাত পাখার মধ্যে "ইয়াসিন" নাম লিখা, তা পায়ে লাগার কারনে সাথে সাথে বুকে টেনে নেই। ফ্যামিলি হাসে, সাথে আমিও হেসে ফেলি। আমার এই হাসার দ্বারা আমার ঈমান চলে যাওয়ার আশংকা আছে কি? (যদিওও আমি জানি যে আমার হাত পাখায় "ইয়াসীন" নাম লিখা আছে" কিন্তু আমিও হেসে ফেলি)
*ঘটনা ৩))* এর জন্য---আমার আম্মার ঘটনা সম্পর্কে আম্মার ঈমানের কোনো সমস্যা হবে কি? (বি:দ্র: আমার বাবা প্রবাসে থাকেন)