জবাব
وعليكم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
(০১)
রোযা রাখা অবস্থায় অযু গোসলের সময় গড়গড়িয়ে কুলি করা যাবেনা।
নাকের নরম স্থান পর্যন্ত পানি পৌছানো যাবেনা।
হাদীস শরীফে এসেছেঃ
লাকিত ইবনে সাবিরা রা. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন-
بالغ في الاستنشاق، إلا أن تكون صائما.
‘(অযু-গোসলের সময়) ভালোভাবে নাকে পানি দাও তবে রোযা অবস্থায় নয়।’-সুনানে আবু দাউদ, হাদীস : ২৩৬৩ সুনানে তিরমিযী, হাদীস : ৭৮৫
সুফিয়ান সাওরী রাহ. বলেন, ‘রোযা অবস্থায় কুলি করতে গিয়ে অনিচ্ছাকৃতভাবে গলার ভেতর পানি চলে গেলে রোযা ভেঙ্গে যাবে এবং তা কাযা করতে হবে।-মুসান্নাফে আবদুর রাযযাক, হাদীস : ৭৩৮০
আরো দেখুন : মুসান্নাফে ইবনে আবী শাইবা, হাদীস ৯৮৪৪-৯৮৪৭; ফাতাওয়া শামী ২/৪০১
আরো জানুনঃ
,
★★সুতরাং প্রশ্নে উল্লেখিত ছুরত তথা রোযারত অবস্থায় স্বপ্নদোষে বীর্যপাত হলে ফরজ গোছল করতে গড়গড়া সহ কুলি,নাকের ভিতর পর্যন্ত পানি পৌছানো যাবেনা।
এতে রোযা ভেঙ্গে যাওয়ার সমুহ সম্ভাবনা রয়েছে।
(০২)
যদি গোসলের সামান্য পানির ছিটা সেই বালতিতে পড়ে,তাহলে সেই বালতির পানি থেকে পবিত্রতা অর্জন করাতে কোনো সমস্যা নেই।
,
বিস্তারিত জানুনঃ