(আল্লাহর ওয়াস্তে ধৈর্য করে পড়ুন)
আমার কয়েকটি সমস্যা?
১. আমি ওয়াজ শুনার সময় ভালো কথা (উদাহরনস্বরুপ ধরুন: মাওলানা সাহেব পর্দার পক্ষে কথা বললেন, দাড়ির রাখার পক্ষে কথা বললেন) এরকম ফরয ওয়াজিব সুন্নাহ্ নফল যখন বলবেন, প্রায় সময় শোনার পর আমার হাসি পায়। আমি অন্তর থেকে আসলে হাসতে চাই না। কিন্তু হাসি আসার ফলে আমি ঠোট মেলে অনেক সময় হেসে ফেলি। কিন্তু ওই হাসি থামাবার জন্য চেষ্টা করি। মানে একদিকএ হাসি অন্যদিকে হাসি থামানোর চেষ্টা করি। এই মাসে তো শয়তানের ওয়াসওয়াসা নাই, তাহলে আমার মনের এমতাবস্ত্থআয় আমার ঈমান ভংগ হবে কি?
২.আমি বালেগ হওয়ার পর থেকে অর্থাৎ প্রথম যখন স্বপ্নদোষ হয় (বয়স ১৫), তখন থেকে ফরজ গোসলে এমন এমন এমন সময় লাগা শুরু হয় মানে ২-৩ ঘন্টা গোসলে যায়। আজ ৪ বছর থেকে এমন অবস্থায় আছি।(বর্তমান বয়স ১৯+)
আমি ফরজ গোসলের সুন্নাহ তরিকা জানি। এই ৩ ঘন্টা গোসলের জন্য মা-বাবার অনেক বকা খাই। বেতের বাড়ি পর্যন্ত খেয়েছি। কিন্তু আমি আসলেই নিজ থেকে এই অভ্যাস যেন ছাড়তেই পারি না। ১০০০ লিটার পুরো পানির টাংকি শেষ হয়, তারপরেও আমার নাপাক কাপড় ধোয়া এবং ফরজ গোসল শেষ হয় না। আর এটাও জানি এগুলো শয়তানের ওয়াসওয়াসা। কিন্তু বর্তমান রমদান মাসে শয়তান নেই। তারপরেও ১ ঘন্টা ৩০ মিনিটের মতো গোসলে সময় লাগে।
শুধু গোসলেই না, শৌচা করার সময় ৩০ মিনিট অন্তত লাগে। হাতে হালকা পরিমান (১ দিরহাম থেকে বেশী) নাপাকি লাগলে এতে ধোয়াতে অনেক পানি কমছে কম, ৫-৬ লিটার লাগে শুধু কবজি পর্যন্ত হাত ধুইতে।
আমাদের বাথরুমে গোসলে ঢুকার পর এটা মনে হয়।
যখন লজ্জাস্থানের নাপাকি ধুয়ে ফেলি, তখন তা মাটিতে পড়ার সময় ছিটকে গিয়ে
নাপাক কাপড় ধুই (তরল নাপাকি অথবা দৃশ্যমান নাপাকি), তখন ওই নাপাক পানির ছিটা বালতির হাতায় লাগে, কমোডের পা রাখার স্থানে লাগে, আরোও ছোট ছোট ট্যাপে ছিটা পড়ে।
তখন কাপড় ধোয়া শেষে এবং ফরজ গোসল শেষে। বাকি গুলা কমোডের পা রাখার স্থান, ছোট ছোট ট্যাপ, বালতির বাহিরের অংশ, বালতির হাতা,, দেয়ালের অর্ধেক অংশ, ইত্যাদি ধুতে ধুতে সময়- ও লাগে আমার।
উপরে বর্নিত ২ সমস্যা
১। ইসলামের কোনো কোনো কথায় হাসি কিন্তু অন্তর থেকে এই হাসির পক্ষে আমি নই। পাশাপাশি হাসি থামানোর চেষ্টা করি। আর যখন হাসি শেষ, তখন মনে করি হয়ত এই হাসির কারনে আমি না জানি কি কাফের হয় গেসি কি? এই সমস্যায় আছি প্রায় ১ বছর থেকে
২। আমার ওযু গোসল হাত ধোয়ায় ইত্যাদি সময় লাগে। এই সমস্যায় আছি ৪ বছর থেকে।