ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আল্লাহ তা'আলা বলেন,
وَقَالُوا رَبَّنَا إِنَّا أَطَعْنَا سَادَتَنَا وَكُبَرَاءنَا فَأَضَلُّونَا السَّبِيلَا
তারা আরও বলবে, হে আমাদের পালনকর্তা, আমরা আমাদের নেতা ও বড়দের কথা মেনেছিলাম, অতঃপর তারা আমাদের পথভ্রষ্ট করেছিল।
رَبَّنَا آتِهِمْ ضِعْفَيْنِ مِنَ الْعَذَابِ وَالْعَنْهُمْ لَعْنًا كَبِيرًا
হে আমাদের পালনকর্তা! তাদেরকে দ্বিগুণ শাস্তি দিন এবং তাদেরকে মহা অভিসম্পাত করুন।( সূরা আহযাব-৬৭-৬৮)
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
াযদি কেউ কারো কথায় কোনো গোনাহের কাজে লিপ্ত হয়, তাহলে উভয়ই গোনাহের সাজাপ্রাপ্ত হবে। তবে হ্য কেউ যদি কারো প্রভাব প্রতিপত্তির কাছে নিরোপায় হয়ে তার আদেশ বা নির্দেশমতে কোনো গোনাহের কাজে লিপ্ত হয়, তাহলে আদেশ দাতারই গোনাহ হবে। এক্ষেত্রে পালনকারী যেহেতু নিরোপায়, তাই তার কোনো গোনাহ হবে না।
আল্লাহ তা’আলা বলেন,
لاَ يُكَلِّفُ اللّهُ نَفْسًا إِلاَّ وُسْعَهَا لَهَا مَا كَسَبَتْ وَعَلَيْهَا مَا اكْتَسَبَتْ رَبَّنَا لاَ تُؤَاخِذْنَا إِن نَّسِينَا أَوْ أَخْطَأْنَا رَبَّنَا وَلاَ تَحْمِلْ عَلَيْنَا إِصْرًا كَمَا حَمَلْتَهُ عَلَى الَّذِينَ مِن قَبْلِنَا رَبَّنَا وَلاَ تُحَمِّلْنَا مَا لاَ طَاقَةَ لَنَا بِهِ وَاعْفُ عَنَّا وَاغْفِرْ لَنَا وَارْحَمْنَآ أَنتَ مَوْلاَنَا فَانصُرْنَا عَلَى الْقَوْمِ الْكَافِرِينَ
আল্লাহ কাউকে তার সাধ্যাতীত কোন কাজের ভার দেন না, সে তাই পায় যা সে উপার্জন করে এবং তাই তার উপর বর্তায় যা সে করে। হে আমাদের পালনকর্তা, যদি আমরা ভুলে যাই কিংবা ভুল করি, তবে আমাদেরকে অপরাধী করো না। হে আমাদের পালনকর্তা! এবং আমাদের উপর এমন দায়িত্ব অর্পণ করো না, যেমন আমাদের পূর্ববর্তীদের উপর অর্পণ করেছ, হে আমাদের প্রভূ! এবং আমাদের দ্বারা ঐ বোঝা বহন করিও না, যা বহন করার শক্তি আমাদের নাই। আমাদের পাপ মোচন কর। আমাদেরকে ক্ষমা কর এবং আমাদের প্রতি দয়া কর। তুমিই আমাদের প্রভু। সুতরাং কাফের সম্প্রদায়ের বিরুদ্ধে আমাদের কে সাহায্যে কর। ( সূরা বাকারা-২৮৬)
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
প্রশ্নের বিবরণমতে আপনার নিকট পর্দামত জীবন পরিচালিত করার অনেক ত্বরিকা রয়েছে, তাই আপনার জন্য পর্দাকে বিসর্জন দেওয়ার বৈধতা হবে না। আপনি পর্দামত চলার চেষ্টা করার পর যদি স্বামীর বা তার পরিবার থেকে কোনো প্রকার বাধা বা চাপ আসে, তাহলে এক্ষেত্রে আপনি মা’যুর বলে গণ্য হবে। যথাসাধ্য চেষ্টা করার পর পর্দামত না চলতে পারলে , এক্ষেত্রে আপনার কোনো গোনাহ হবে না।