আজ সেহরী পরে আমাদের এখানে প্রচন্ড তুফান হয়।
আমার বোন (বয়স ১৬+) শরীয়ত সম্পর্কে তেমন জ্ঞান-বুদ্দ্বি নেই। আর সে ঝড় তুফান খুব ভয় পায়।
সে তাসবীহ পড়ছিলো,,এক সময় ঝড় তুফান শেষ হয়ে গেল। আমি পাশে বসা ছিলাম।
বোন আমাকে উঠে বললো যে, " বহুত কষ্ট করে ঝড়-তুফান থামিয়েছি"
আমার মনে খুব ভয় হচ্ছে। কারন, "ঝড়-তুফান থামানোর মালিক তো একমাত্র আল্লাহ্, অন্য আর কেউ-ই না।
কিন্তু আমার বোনের কথার কারনে,, আমার বোনের ঈমান নবায়ন প্রয়োজন কি না,?
ঈমান চলে যাবার সম্ভাবনা আছে কি না?
(বি:দ্র: বোন এর জ্ঞান-বুদ্দ্বি তেমন নেই। ওর ইসলামি শরীয়ত এর ইলম এবং দুনিয়াবি ইলম সম্পকে অজ্ঞ।)