ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আবূ মাসঊদ আনসারী (রাঃ) হতে বর্ণিত যে,
حَدَّثَنَا عَبْدُ اللهِ بْنُ يُوسُفَ أَخْبَرَنَا مَالِكٌ عَنْ ابْنِ شِهَابٍ عَنْ أَبِي بَكْرِ بْنِ عَبْدِ الرَّحْمٰنِ عَنْ أَبِي مَسْعُودٍ الأَنْصَارِيِّ أَنَّ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم نَهَى عَنْ ثَمَنِ الْكَلْبِ وَمَهْرِ الْبَغِيِّ وَحُلْوَانِ الْكَاهِنِ
আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুকুরের মূল্য, ব্যভিচারের বিনিময় এবং গণকের পারিতোষিক (গ্রহণ করা) হতে নিষেধ করেছেন। (সহীহ বুখারী-২২৩৭ মুসলিম ২২/৯, হাঃ ১৫৬৭, আহমাদ ১৭০৬৯) (আধুনিক প্রকাশনীঃ ২০৭৮, ইসলামিক ফাউন্ডেশনঃ ২০৯৫)
হযরত রায়ে ইবনে খাদিজ রাযি থেকে বর্ণিত,
عَنْ رَافِعِ بْنِ خَدِيجٍ عن النَّبِيّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قال : ثَمَنُ الْكَلْبِ خَبِيثٌ ، وَمَهْرُ الْبَغِيِّ خَبِيثٌ ، وَكَسْبُ الْحَجَّامِ خَبِيثٌ
রাসূলুল্লাহ সাঃ বলেন, কুকুরের মূল্য হারাম। পতিতাবৃত্তির টাকা হারাম। এবং শিংগা লাগানোর মূল্য হারাম। (সহীহ মুসলিম-১৫৬৮)
হযরত রায়ে ইবনে খাদিজ রাযি থেকে বর্ণিত,
عَنْ رَافِعِ بْنِ خَدِيجٍ ، قَالَ : سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَقُولُ : شَرُّ الْكَسْبِ مَهْرُ الْبَغِيِّ ، وَثَمَنُ الْكَلْبِ ، وَكَسْبُ الْحَجَّامِ
রাসূলুল্লাহ সাঃ বলেন, পৃথিবীল সর্ব নিকৃষ্ট ইনকাম হল,পতিতাদের ইনকাম। এবং কুকুর বিক্রির ইনকাম, এবং শিংগা লাগানোর ইনকাম। (সহীহ মুসলিম-১৫৬৮)
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
চারটি বড় মাযহাব সহ কোনো মাযহাবের কোনো একজন আলেম বা সালাফি আলেম পতিতাবৃত্তির টাকাকে হালাল বলেন নাই। এটা সর্বসম্মত ভাবে হারাম। হ্যা শিংগা লাগানোর ইনকাম সম্পর্কে বিপরিত অর্থ মূলক হাদীস থাকার কারণে কেউ কেউ যেমন ইমাম আবু হানিফা এটাকে বৈধ বলেছেন।