আসসালামু আলাইকুম।
আমি নামাজে কি বলছি তার অর্থ বুঝে বুঝে নামাজ পড়তে চাই। কিন্তু স্মৃতিশক্তির দূর্বলতার জন্য আমার নামাজে অর্থ মনে করতে কয়েক সেকেন্ড দেরি হয়।
1) নামাজে সুরা বলার সময় কি তা প্রতিটি শব্দ বলার পর একটু থামা যাবে? যেমন, আলহামদুলিল্লাহি বলার পর এক দুই সেকেন্ড চুপ থেকে রব্বিল আলামিন বলা যাবে?
2) নামাজে রুকু,সিজদার দোয়া, তাশাহুদ, দুরুদ উপরে উল্লিখিত নিয়মে পড়া যাবে?
3) নামাজে ফাতিহা ও অন‍্য সুরার একটি আয়াতকে বারবার পড়া যাবে?যেমন, সূরা ফাতিহার প্রথম লাইন তিনবার বললাম, দ্বিতীয় লাইন তিনবার বললাম, তৃতীয় লাইনে তিনবার বললাম, এভাবে নামাজে কি পড়া যাবে?
4) নামাজে একটি আয়াত শেষ করার পর সর্বোচ্চ কত সেকেন্ড চুপ থেকে পরের আয়াত বলা শুরু করা যাবে?
5)নামাজে যদি একটি সুরার নির্দিষ্ট কিছু আয়াত পাঠ করি, যেমন একটি সূরার 1 ও 2 নং আয়াত পাঠ করলাম, তারপর 3 ও 4 নং আয়াত পাঠ না করে 5 ও 6 নং আয়াত পাঠ করলাম। এভাবে কি পড়া যাবে? পড়া গেলে বিসমিল্লাহ কি শুরুতে একবার বললেই হবে?