প্রশ্নটি হলোঃ
বিজ্ঞান বিষয়ক সকল পরীক্ষার ক্ষেত্রে ই ত বর্তমআনে এর ব্যবহার করতে হয়। সহজ কঠিন সব সমস্যা সমাধান এর জন্য এবং এর ছাড়া বলতে গেলে পরীক্ষার মূল জিনিস দেয়াই যায় না। এবং সকল শিক্ষক এটার মাধ্যমেই হিসাব করেন ও শিখান। তাহলে, কর্তৃপক্ষের অনুমতি থাকলে ও সার্বিক ভাবে সকলের সেই ব্যবহার এর পক্ষে যুক্তি থাকলে কি তা পরীক্ষার সময় ব্যবহার জায়েজ?
জবাব
وعليكم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
যদি কর্তৃপক্ষের অনুমতি না থাকে,তাহলে পরিক্ষা কেন্দ্রে ক্যালকুলেটর ব্যবহার করা জায়েজ নেই।
কারন পরিক্ষা হলো মেধা যাচাইয়ের স্থান।
এখানে কেউ অন্যায় কাজ করতে পারবেনা,অন্যায় কাজের সহযোগিতাও করতে পারবেনা।
মহাম আল্লাহ তায়ালা ইরশাদ করেনঃ
وَتَعَاوَنُوا عَلَى الْبِرِّ وَالتَّقْوَىٰ ۖ وَلَا تَعَاوَنُوا عَلَى الْإِثْمِ وَالْعُدْوَانِ ۚ وَاتَّقُوا اللَّهَ ۖ إِنَّ اللَّهَ شَدِيدُ الْعِقَابِ [٥:٢]
সৎকর্ম ও খোদাভীতিতে একে অন্যের সাহায্য কর। পাপ ও সীমালঙ্ঘনের ব্যাপারে একে অন্যের সহায়তা করো না। আল্লাহকে ভয় কর। নিশ্চয় আল্লাহ তা’আলা কঠোর শাস্তিদাতা। {সূরা মায়িদা-২}
কর্তৃপক্ষের অনুমতি ব্যাতিত পরিক্ষা কেন্দ্রে ক্যালকুলেটর ব্যবহার করা ধোকা দেওয়ার শামিল।
বিধায় তাহা জায়েজ নেই।
عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ غَشَّنَا فَلَيْسَ مِنَّا»
হযরত আবু হুরায়রা রাঃ থেকে বর্ণিত। রাসূল সাঃ ইরশাদ করেছেনঃ যে ধোঁকা দেয়, সে আমার উম্মতের অন্তর্ভূক্ত নয়। {মুসান্নাফ ইবনে আবী শাইবা, হাদীস নং-২৩১৪৭, সহীহ মুসলিম, হাদীস নং-১৬৪, সুনানে দারেমী, হাদীস নং-২৫৮৩, সুনানে ইবনে মাজাহ, হাদীস নং-২২২৫, সহীহ ইবনে হিব্বান, হাদীস নং-৪৯০৫}
قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «الْمُسْلِمُونَ عَلَى شُرُوطِهِمْ
হযরত আবূ হুরায়রা রাঃ থেকে বর্ণিত। রাসূল সাঃ ইরশাদ করেছেনঃ মুসলমানগণ তার শর্তের উপর থাকবে। {সুনানে আবু দাউদ, হাদীস নং-৩৫৯৪, সুনানে দারা কুতনী, হাদীস নং-২৮৯০, শুয়াবুল ঈমান, হাদীস নং-৪০৩৯}
,
★তবে যদি পরিক্ষা কর্তৃপক্ষের পক্ষ থেকে পরিক্ষা কেন্দ্রে ক্যালকুলেটর ব্যবহার এর অনুমতি থাকে,(যেমনটি প্রশ্নে উল্লেখ রয়েছে যে বিজ্ঞানের স্টুডেন্ট দের পরিক্ষাকেন্দ্রে ক্যালকুলেটর এর বিশেষ প্রয়োজনীয়তা আছে,বিধায় তাতে কর্তৃপক্ষের পক্ষ থেকে পরিক্ষা কেন্দ্রে ক্যালকুলেটর ব্যবহার এর অনুমতি আছে)
তাহলে এই ছুরতে পরিক্ষাকেন্দ্রে ক্যালকুলেটর এর ব্যবহার জায়েজ আছে।
কোনো সমস্যা নেই।