মুফতী সাহেব,
বিশ্ববিদ্যালয়ে শিক্ষা অর্জনকালীন সময়ে দুজন ছাত্র-ছাত্রীদের মধ্যে পরিচয় ও প্রেমের সম্পর্ক হয়। সামান্য ধর্মীয় জ্ঞান থাকায় তারা প্রেমের সম্পর্ক কে বিয়ে তে রুপ দেয়। কাজী অফিসে স্বাক্ষীদের উপস্থিতিতে পরিবারকে না জানিয়ে ৩,০০,০০০/- মহরে বিয়ে করে। পরবর্তীতে আবার পরিবারের সকল সদস্য কে নিয়ে ফাতেমী মোহরে বিয়ে করে। আমার প্রশ্ন হচ্ছে, পরিবারকে দেখানোর জন্য দ্বিতীয় বিয়ে যে করেছে তাতে কোনো সমস্যা হয়েছে কিনা? এবং স্বামী কে কোন মহর আদায় করতে হবে, প্রথম, দ্বিতীয় নাকী উভয়টি?