বর্তমানে মসজিদ সমূহ খুলে দিছে, কিন্তু আমাদের আসে পাসে যে সমস্ত মসজিদ রয়েছে সেগুলোতে করোনা ভাইরাস প্রতিরোধে কোন ব্যবস্থা নেই, এবং আমাদের এলাকায় ২ জন করোনা আক্রান্ত রোগী পাওয়া গেছে। উপরন্তু আমাদের ঘরে ৬০ বছর+ ৩ জন বিভিন্ন রোগে আক্রান্ত বয়স্ক মানুষ রয়ছে। এমতাবস্থায় আমারাা মসজিদে না গিয়ে ঘরে জামাতে নামাজ পড়লে আমাদের নামাজ হবে কি না বা আমরা জুমা তরকারির যে গুনাহ রয়েছে সে ফতোয়ায় পরব কিনা জানালে উপকৃত হব।