ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
ছুটে যাওয়া রোযার পূর্ণ হিসাব থাকলে সেই হিসাব অনুযায়ী রোযার কা'যা আদায় করতে হবে।এক্ষেত্রে সর্বপ্রথম বা সর্বশেষ হিসেবে আদায় করা যাবে।হ্যা পূর্ণ হিসাব জানা না থাকলে,এক্ষেত্রে অনুমানের উপর ভিত্তি করে কাযা হয়ে যাওয়া রোযা সমূহকে আদায় করে নিতে হবে।বিস্তারিত দেখুন-
https://www.ifatwa.info/147
কা'যা রোযা সমূহ কে আদায় করার সময় নিয়ত করতে হবে।কেননা নিয়ত ব্যতীত কোনো ইবাদতই গ্রহণযোগ্য হয় না। কিভাবে নিয়ত করবেন?
كُنَّا نَحِيضُ عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَنُؤْمَرُ بِقَضَاءِ الصَّوْمِ , وَلا نُؤْمَرُ بِقَضَاءِ الصَّلاةِ ) . مُتَّفَقٌ عَلَيْهِ .
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন!
যেদিন থেকে আপনি বালিগ হয়েছেন,সেই বৎসরের রমজান মাস থেকে হায়েযের দরুণ ছুটে যাওয়া রোযাগুলিকে আপনি কাযা করবেন।যদি বালিগ হওয়ার সময়কে স্বরণে আনতে না পারেন,তাহলে নয় বৎসর থেকে আপনি হায়েযের কারণে ছুটে যাওয়া রোযাকে কাযা আদায় করবেন।এক্ষেত্রে কোনো ধরণের কাফফারা আসবে না,এবং এতে ধারাবাহিকতা রক্ষা করারও কোনো প্রয়োজনিয়তা থাকবে না।