আমি বিভিন্ন জায়গায় ঘুরতে গিয়ে ছবি তুলেছি। এর মধ্যে কিছু জায়গায় যেমন লালবাগ কেল্লা বা এমন কিছু জায়গায় কবর উচু করে মাজারের মতো ইমারত বানানো হয়েছে। যদিও আমি সেখানে ছবি তুলিনি। ভবন আর দেয়ালের সামনে ছবি তুলেছি তবে ব্যাকগ্রাউন্ডে যেই ভবনে তা (মাজার সাদৃশ্য কবর) সেটাও এসেছে।
এছাড়াও এমন অন্যান্য কিছু জায়গায় ছবি তুলেছি যেখানে আগে হিন্দু বাড়ি ছিল, মূর্তি রাখা ছিল, তবে এখন তা আর নেই। সেটা পরিত্যাক্ত। তাহলে উপরের পরিস্থিতি কিংবা ২য় পরিস্থিতিতে সেখানে ছবি তুললে কি কবিরা গুণাহ/শিরক বা এমন কিছু হতে পারে? জায়গাগুলোতে ছবি তোলা কি জায়েজ?
বিঃদ্রঃ আমি জায়গাগুলোতে যেসব বস্তু ছিল, যা ইসলামের সাথে সাংঘর্ষিক সেগুলোর ছবি তোলার কথা বলিনি। নিজে সেখানে অন্য জায়গায় দাঁড়িয়ে ছবি তোলার কথা বলেছি। তবে সেখানে পূর্বের স্থাপনা না থাকলেও ছবি তুললে কি গুনাহ হতে পারে নাকি সেটা জানতে চাই।