ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
عَنْ عَبْدِ اللهِ بْنِ عَمْرِو بْنِ الْعَاصِ قَالَ سَمِعْتُ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم يَقُولُ إِنَّ اللهَ لاَ يَقْبِضُ الْعِلْمَ انْتِزَاعًا يَنْتَزِعُهُ مِنَ الْعِبَادِ وَلَكِنْ يَقْبِضُ الْعِلْمَ بِقَبْضِ الْعُلَمَاءِ حَتَّى إِذَا لَمْ يُبْقِ عَالِمًا اتَّخَذَ النَّاسُ رُءُوسًا
جُهَّالاً فَسُئِلُوا فَأَفْتَوْا بِغَيْرِ عِلْمٍ فَضَلُّوا وَأَضَلُّوا
‘আবদুল্লাহ ইবনু ‘আমর ইবনুল ‘আস (রাযি.) হতে বর্ণিত তিনি বলেন, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -কে বলতে শুনেছি, আল্লাহ তাঁর বান্দাদের অন্তর থেকে ‘‘ইল্ম উঠিয়ে নেন না, কিন্তু দ্বীনের আলিমদের উঠিয়ে নেয়ার ভয় করি। যখন কোন আলিম অবশিষ্ট থাকবে না তখন লোকেরা মূর্খদেরকেই নেতা বানিয়ে নিবে। তাদের জিজ্ঞেস করা হলে না জানলেও ফাতাওয়া প্রদান করবে। ফলে তারা নিজেরাও পথভ্রষ্ট হবে, এবং অন্যকেও পথভ্রষ্ট করবে।(৭৩০৭; মুসলিম ৪৭/৪, হাঃ ২৬৭৩, আহমাদ ৬৫২১) (আধুনিক প্রকাশনীঃ ৯৯, ইসলামিক ফাউন্ডেশনঃ ১০১) (সহীহ বোখারী-১০০)
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
ভালোভাবে কোনো কিছু সম্পর্কে না জেনে সে সম্পর্কে আলোচনা করা কখনো জায়েয হবে না।
হযরত থানভী রাহ এ সম্পর্কে বলেন, আলিম তথা কুরআন হাদীস জানতে যত প্রকার ইলম জানার প্রয়োজন, সেই পরিমাণ ইলম না জেনে সে সম্পর্কে কুরআন হাদীসের রেফারেন্স দিয়ে কোনো কিছু বলা কখনো জায়েয হবে না। তথা আলেম ব্যতীত ভিন্ন কারো জন্য ওয়াজ করা কখনো জায়েয হবে না। তবে তাদের জন্য দ্বীনের দাওয়াত দেওয়া বৈধ রয়েছে। যাকে বলা হয় বয়ান।
(১) ইসলামিক ইলম অর্জন ব্যাতীত স্যোশাল মিডিয়ায় মাসআলা মাসাঈল নিয়ে লিখা কখনো জায়েয হবে না। তবে দাওয়াহ মূলক লিখা অবশ্যই সওয়াবের কাজ।
(২) দ্বীন নিয়ে লেখালেখি করে সাড়া পাওয়ার পর ইসলামিক ইলম অর্জনের প্রয়োজনীয়তা অন্তরে না আসাটা অনুচিৎ। কেননা শিখার কোনো শেষ নাই।
(৩) স্যোশাল মিডিয়াতে মেয়েরা মেয়েদের ভিতর দ্বীন প্রচার করবে! এটার সীমাবদ্ধতা বলতে ফেইসবুকে নারী গ্রুপ খুলা যেতে পারে। ওয়াটসাফ গ্রুপ খুলা যেতে পারে। ফেইসবুকে আমার জানামত অনেক গ্রুপ রয়েছে।
(৪)আজকাল অনেকেই নিজের মতবাদ এমনভাব প্রচার করেন যেন তা হাদীস বা কুরআনের আয়াত। একরম করে পরিপূর্ণ ইলম ছাড়া নিজের মতবাদ প্রকাশ ও প্রচার সম্পূর্ণ গোমড়াহি।
(৫) বর্তমান সময়ে স্যোশাল মিডিয়াতে দ্বীন প্রচারের জন্য ইসলামরে সৌন্দর্য নিয়ে লেখালেখির পিছনে অধিক সময় ব্যায় করা অবশ্যই উচিৎ।