আসসালামু আলাইকুম
১.প্রয়োজনে নন মাহরাহ কারোর সাথে কথা বলা জায়েজ।কিন্তু আমার বলতে ভালো লাগে না।তাই পেইজে অর্ডার দেয়া,ডেলিভারি ম্যানের সাথে কথা বলা অন্য মেয়েই করে দেয়।যতটুকু প্রয়োজন ততটুকুই।কারণ আমার মাহরাম আশেপাশে নেই।আর থাকলেও ঠিকভাবে করতে পারতো না। এতে কি তার গুনাহ হবে?আমারও গুনাহ হবে এতে?
২.ক্লাসে আমি কথা বলি না কারণ ছেলেরা থাকে।(সহশিক্ষা হারাম কিন্তু আমার জন্য ছাড়া সম্ভব হচ্ছেনা)। সেক্ষেত্রে আমি আমার ফ্রেন্ডদের যারা পর্দা করে না তাদের লিখে দেই প্রশ্ন,ওরা ম্যামকে/স্যারকে সেই প্রশ্ন জিজ্ঞেস করে। যতটুকু দরকার ততটুকুই। এতে কি গুনাহ হবে তাদের?
৩.আমি যেহেতু কথা বলি না,তাই আমার ইন্ট্রোডাকশন, এটেনডেন্স কল আমার ফ্রেন্ডরাই দিয়ে দেয়।এক্ষেত্রে কি গুনাহ হবে?
৪.মোটকথা হলো আমার ফ্রেন্ডরা ননমাহরাম এর সাথে দরকারী যে কাজগুলো আছে সব করে দেয় যাতে আমার কথা বলতে না হয়।এখন কোন কাজ গুলো করলে তাদের সাথে আমার গুনাহও হবে আর কোন গুলোয় হবে না?
৫.আমি একজন পর্দা করে না এমন কারোর সাথে বের হলাম।তারও কাজ আছে,আমারও কাজ আছে।এখন আমার কাজ গুলোও যদি সে করে দেয় তাতে কি গুনাহ হবে আমার?(যেমন খাবার কেনা,রিকশা ঠিক করা,ফটোকপি করা ইত্যাদি)
৬.অনেক সময় এমন হয় যে আমি বাইরে যেতে পারছি না।সেক্ষেত্রে অন্যকেউ গেল তার প্রয়োজনে যে পর্দা করে না । তাকে আমি কিছু একটা কিনতে দিলাম।এক্ষেত্রেও কি গুনাহ হবে আমার?
৭.হিন্দু কেউ এই কাজগুলো করে দিলে কি তারও গুনাহ হবে?আমি কি হিন্দু কারোর থেকে এই কাজগুলো করিয়ে নিতে পারব?যেহেতু মুসলিমদের গুনাহ হতে পারে।
৮.আমি যেহেতু রুমের বাইরে বোবা হয়ে চলি,আবার কিছু কিছু বিষয়ে (বেসিন পশ্চিম দিকে হওয়া সত্ত্বেও কষ্ট করে হলে থুথু,কুলির পানি অন্য জায়গায় ফেলি,ননমাহরাম আত্মীয়ের সাথে কথা বলি না,দোকানের মুরগী খাইনা কারণ মরা মুরগীও দিতে পারে)আমি সন্দেহমূলক জিনিস থেকে বেঁচে থাকার সর্বোচ্চ চেষ্টা করি। তখন আমাকে কেউ কেউ বলে ইসলাম অনেক সহজ।ইসলাম এত কঠিন না।আমি কি আসলেই বাড়াবাড়ি করছি?আমার কি আরও জ্ঞান অর্জন করা উচিত এসব ব্যাপারে?তাদের কিভাবে জবাব দিব?
৯.ক্লাসে আমি একদিন যাইনি।তো আমার ফ্রেন্ডরা ক্লাসে ম্যামকে প্রশ্ন করেছিলো আর ছেলেরা সাইড টোন করেছিলো আরো অনেক কিছু বলেছিলো।আমার ফ্রেন্ডরা আমাকে এগুলো শেয়ার করেছিলো অভারঅল সব ছেলের দুর্নাম আরকি।ম্যাম নিয়ে ওরা কি বলেছিলো,ওদের কথায় কিভাবে হাসছিলো এসব।এটাও তো গীবত, না?
১০.প্রেজেন্টেশন এর মার্ক(৮ মার্ক) আমাদের ফাইনালে যোগ হয়।সেক্ষেত্রে ক্লাসের সব ছেলেকে বের করে দিয়ে কি শুধু পুরুষ টিচারের সামনে প্রেজেন্টেশন দিতে পারব পরিপূর্ণ পর্দা করে?নাকি ৮ মার্ক বাদ দিয়ে দিব?(ইন শা আল্লাহ এই ৮ মার্ক ছাড়াও আমার গ্রেড খুব খারাপ আসবে না)।এক্ষেত্রে আমার করণীয় কি?