আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লহি ওয়া বারকাতুহ্। উস্তাদ একটু বিস্তারিত জানানোর অনুরোধ উস্তাদ।
১) বান্দার হক সম্পর্কে জানতে চাই। আমি হোস্টেলে থাকি। এখানে অনেকের সাথেই কথা কাটাকাটি, ঝগড়া হয়। তবে আমার রুমমেটের সাথে একটু বেশীই হয় এবং এক মাস ধরে কথা বলা বন্ধ। এখন আমি যদি দোষী না হই তারপর ও কি আমার ওর কাছে ক্ষমা চাইতে হবে? এভাবে কি বান্দার হক নষ্ট হচ্ছে? ক্ষমা চেয়ে ঠিক হলে কয়দিন পরে আবার ঝামেলা হয়। এক্ষেত্রে কি করণীয়? বারবার কি ক্ষমা চাইতে থাকবো দোষী না হলেও????
২) আমার কিছু নৈতিক অবক্ষয়ের জন্য কিছু কাজ করে ফেলেছি। যেমন: না বলে কারো জিনিস ধরা, অনুমতি ব্যতীত কারো বিছানা তার জায়গা থেকে সরানো, নিজের সুবিধার জন্য অন্যের সমস্যা হচ্ছে কিনা এসব না দেখা। কিন্তু এখন বুঝতে পারছি এগুলো ভুল। এগুলো তো বান্দার হক নষ্ট করা তাইনা? এক্ষেত্রে আমার বর্তমান করণীয় কি? এগুলো বলে দিয়ে মাফ চাইতে গেলে সম্পর্ক নষ্ট হতে পারে, না বললে তো গুনাহ হচ্ছে। আমি এখন কি করতে পারি?
৩) অতিরিক্ত রাগ থেকে বাঁচার উপায় কি? রাগ হলে কোনো হুস থাকে না, কাকে কি বলি। এভাবে অনেকের মনে কষ্ট দিয়েছি, অনেককে আঘাত করেছি। এখানেও বান্দার হক জড়িত। আমি আল্লহর দরবারে কিভাবে এই গুনাহ থেকে মুক্তি পেতে পারি? সবাইকে ধরে ধরে মাফ চাওয়াও তো সম্ভব না।
উস্তাদ একটু বিস্তারিতভাবে বলবেন উস্তাদ। আসসালামু আলাইকুম।