আসসালামু আলাইকুম
আমি একসময় অনেক পাপী জঘন্য ছিলাম।এখন সংশোধনের চেষ্টায় আছি।আমার মনে শুধু বারবার একটা বিষয় ঘুরপাক খাচ্ছে। আমার বাবা আমাকে ঘুষ দিয়ে সরকারি চাকরি নিয়ে দিতে চায়,কিন্তু ঘুষ দেওয়া নেওয়া হারাম কারণে আমি রাজি হচ্ছিনা,তখন আমার মনে শুধু বলে কত হারাম কাজ,কবীরা গুনাহ করে ফেললাম সেগুলোই কোনোদিন মাফ হওয়ার সম্ভাবনা আছে কিনা গ্যারান্টি নেই।এখন এই ঘুষের মতো পাপ করলেই কি?পূর্বের জঘন্য গুনাহগুলো মাফ হওয়ারইতো সম্ভাবনার গ্যারান্টি নেই,এখন রিজিকের ব্যবস্থা হওয়ার জন্য ঘুষ দিতে দ্বিধাবোধ করছো,,এটা শুধু আমার মনেই বলছেনা!!আমার আত্মীয় স্বজনরাও বলছে।এখন আমি কি করবো হুজুর? ঘুষ দিয়ে চাকরি নেওয়া তো নাজায়েজ,আমি চাচ্ছিনা এটা।