আমি এর আগে প্রশ্ন করেছিলাম, কিন্তু বিয়ষটি তাও বুঝতে পারি নি, আরেকবার যদি বলতেন অনেক উপকার হতো:
এক ভাই ঘুষ দিয়ে অন্য আরেক জনের যে চাকরিটা হওয়ার কথা তা সে নিজের করে নিল। কিন্তু চাকরিটা তার হবার কথা না, তারপরেও সে টাকা দিয়ে নিজের করে নিয়েছে, কারণ চাকরির সুযোগ-সুবিধা আছে এইভাবে এবং সে চাকরির কাজ সঠিকভাবে পারে।
প্রকৃত পক্ষে যে ঘুষ দিয়ে চাকরিটা নিবে, সে কিন্তু এই চাকরির হক দার ছিল না। অন্য জনের হওয়ার চাকরি সে নিজের করে নিয়েছে।
১. তাহলেও কি তার বেতন হালাল?
২. ঘুষ প্রদান কি হারাম হল না?
৩. অন্য ব্যক্তির হক কি এখানে নষ্ট হলো না? এই ক্ষেত্রে সে কি করবে?