আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওবারকাতুহ।
আমার কিছু বান্ধবী যারা কাজী অফিসে নিজে নিজে বিয়ে করে। সেখানে তাদের বাব উপস্থিত ছিল না। ফ্যামিলিতে বোঝানোর পরও তারা বিয়ে দিতে নারাজ। পাপ বৃদ্ধির ভয়ে তারা কাজী অফিসে বিয়ে করে নেয়। তারা সংসারও করছে। আমার প্রশ্ন হলো এমন বিয়ে কি জায়েজ? বিয়ে টা কি হয়েছে?
আবার, যদি ছেলে মেয়ে বিয়ে করে না থাকে এমন পরিস্থিতিতে যদি জোর করে, থ্রেট দিয়ে মেয়েকে অন্য কোথাও বিয়ে দিয়ে দেয় এবং পরবর্তীতে মেয়ে আগের সম্পর্ক করা ছেলের সাথে চলে যায় এক্ষেত্রে বাবা-মার কি কোনো পাপ হবে?
জাযাকুমুল্লাহ খইর।