আসসালামু আলাইকুম।
আমাদের আব্বু মারা গিয়েছে চার মাস আগে আব্বুকে হারানোর পরে এত বেশি দুশমন বেড়ে গিয়েছে মানে ওরা অন্য যেন আমাদেরকে যেন মেরে ফেলবে ঐরকম করতেছে। ওরা আবার আত্মীয়র মধ্যে। আমরা ভাইবোন চারজন এখন আমার তিন ভাই এখন আমার আম্মু বলতে গেলে আর কেউ নাই আমাদের আল্লাহ ছাড়া আমি বিবাহিত আমার বিয়ের পরে চারটা বাচ্চা হয় কিন্তু চারটা বাছাই মারা যায় এটা নিয়ে পরিবারে অনেক বেশি পেরেশানি ছিল আছে তার ওপর আমার আব্বু মারা যাওয়া এবং এর পরে এত শত্রু নিজেদের আত্মীয়-স্বজনের মধ্যে বলে বোঝানো যাচ্ছে না। কারন আমি অলরেডি জাদু টোনা এগুলোতে অনেক বেশি আক্রান্ত।
" হুজুর আমি স্বপ্নে দেখলাম আমার বড় ভাইয়া, মেজ ভাইয়া, ছোট ভাইয়া, এবং আমার আম্মু এই চারজনেই কেমন জানি নির্বোধ টাইপের হয়ে গিয়েছে বোকা কিছু বুঝেনা মাটিতে বসে পড়ে থাকে বাচ্চাদের মত আচরণ করছে খুব অস্বাভাবিক আচরণ। ঘর থেকে যখন তখন বের হয়ে যাচ্ছে, মানে, মানুষ পাগল হয়ে গেলে যেরকম আচরণ করে, তবে শান্ত, শুধু তাকিয়ে থাকে পুরো বাচ্চাদের মত। এই স্বপ্নটা নিয়ে আমি অনেক বেশি চিন্তিত কারো সাথে শেয়ার করিনি আমি এই স্বপ্নের ব্যাখ্যাটা জানতে চাই। "
একটা কথা আমার বড় ভাইয়া, মেজ ভাইয়া, ছোট ভাইয়া ওরা কিন্তু খুবই ট্যালেন্ট এবং কিন্তু খুবই ধার্মিক। মানে হক হালাল নিয়ে ইবাদত নিয়ে খুবই সচেতন।