আসসালামু আলাইকুম হুজুর।
আমার বোন এর পিরিয়ড চলছিল। সে আর আমি একই গামছা শেয়ার করি। তার পিরিয়ড শেষ হওয়ার দিনগুলোর একদিন আমি গামছায় লাল লাল রং দেখতে পারি, এক সরলরেখা বরাবর কিছু অংশে লেগেছিল। নাপাক নিয়ে চিন্তা করতে করতে খুব সম্ভবত আমি আর পারছিলাম না, তাই আমি নিজেকে তখন প্রবোধ দিচ্ছিলাম যে এটা হয়তবা পিরিয়ডের রক্ত না, এমনও হতে পারে তা মশা মারার ফলে লাগা মশার রক্ত। কিন্তু এখন আমার দুশ্চিন্তা হচ্ছে যে সেটা যদি আসলেই পিরিয়ডের রক্ত হয়। কারণ অনেক টুকু অংশে এক সরলরেখা বরাবর রক্ত লেগেছিল।
কিন্তু, সেই গামছার যেই অংশে লাল রক্ত দেখেছিলাম সেই অংশ হাত দিয়ে ঘষে আমি ঐদিনই ধুয়ে দিছিলাম।
তবে হুজুর, আমি যখন গামছা ধুয়ে দেই এই সময় আমি চেক করি যে কোনো লাল রক্তের রং নেই। কিন্তু কয়েকদিন পর গামছা টা ব্যবহার করার সময় দেখি যে গামছার সেই ্পার্টের আশেপাশে লালচে রং ছড়িয়ে আছে। হয়তবা সেদিন আমার ধুয়ার পর ও রক্ত ছিল, কিন্তু আমার মনে আছে যে আমি ধুয়ার পর আর লাল রং দেখিনাই। অবশ্য আরেকটা কথা, গামছাটা লাল চেক প্রিন্টের, তাই হয়তবা ভিজা অবস্থায় বুঝা যাচ্ছিল না।
ক) তাহলে এতদিন গামছা টি যেই দড়িতে রেখেছিলাম সেটা কি নাপাক? যদি রক্তের কোনো চিহ্ন না দেখি তাহলে কি সেটাকে পাক ধরব?
খ) এই গামছা দিয়ে পা মুছে আমি কয়েক ফোটা তেল পায়ে দিয়ে পায়ে তেল মালিশ করেছিলাম । ফলে আমার পায়জামা তে তেল লেগে যায়। সেই পায়জামা যদি আমি ঘর্মাক্ত হালকা ভেজা হাতে স্পর্শ করি আর তেল তেল ভাব হাতে চলে আসে, তাহলে কি হাত নাপাক হয়ে যাবে? নাকি হাত নাপাক হওয়ার জন্য সেক্ষেত্রে তেল এর সাথে নাপাকির চিহ্ন ও আসতে হবে? এটা কি টিস্যু দিয়ে চেক করতে হবে?
গ) এমনটা কি হতে পারে যে গামছা দিয়ে বারবার পা মুছার ফলে গামছার অন্যান্য পার্টে রক্ত লাগলেও তা অল্প পরিমাণে হওয়ায় টিস্যু দিয়ে চেক করলে দৃদৃষ্টিগোচর হচ্ছে না? মানে সেই অংশ ভিজিয়ে টিস্যু দিয়ে সেই অংশ চেক করলেও রক্তের কোনো চিহ্ন পাওয়া যাচ্ছেনা? নাকি রক্তের চিহ্ন গামছাতে অল্প হলেও থাকবে এবং তা টিস্যু দিয়ে চেক করলে বুঝা যাবে?
ঘ) এমনটা কি হতে পারে যে গামছা দিয়ে বারবার পা মুছার ফলে পা এ রক্ত লাগলেও তা অল্প পরিমাণে হওয়ায় এবং গামছার বারবার ঘষার কারণে টিস্যু দিয়ে চেক করলে দৃদৃষ্টিগোচর হচ্ছে না? মানে পা য়ের সেই অংশ ভিজিয়ে টিস্যু দিয়ে সেই অংশ চেক করলেও রক্তের কোনো চিহ্ন পাওয়া যাচ্ছেনা? নাকি সেক্ষেত্রে রক্তের চিহ্ন পা য়ে অল্প হলেও থাকবে এবং তা টিস্যু দিয়ে চেক করলে বুঝা যাবে?
ঙ) আমার হাতে আজকে একটু রক্ত লেগেছিল। আমি কিছুক্ষণ আঙুল দিয়ে ঘষার কারণে সেটা হাতেই মিলিয়ে গিয়েছিল। সেটা আর বাইরে থেকে দেখে বুঝা যাচ্ছিল না যে রক্ত লেগেছিল। এজন্য উপরোক্ত গ) আর ঘ) প্রশ্নটা করছি। নাকি হাতে বাহ্যত নাপাকি দেখা না গেলেও টিস্যু দিয়ে চেক করলে লাল আভা পাওয়া যেত?
চ) হুজুর, আমি কি ওয়াসওয়াসা রোগী ? আমি কি এই বিষয়ে অতিরিক্ত প্রশ্ন করছি?