২ নম্বর প্রশ্নের ব্যাপারে আরেকটু ক্লিয়ার হতে চাচ্ছিলাম।
উত্তরে বলা হয়েছে যে, উৎপাদিত ফসলের একাংশ ভাড়া হিসেবে নেয়া যাবে না। কিন্তু প্রশ্নে ফসল ভাড়া হিসেবে নেয়ার কথা বলা হয়নি, বরং উৎপাদিত ফসল বিক্রির টাকার একাংশ নেয়ার কথা বলা হয়েছে। এই সুরতেও কি নাজায়েজ হবে?
১ নম্বর প্রশ্নের জবাবে বলা হয়েছে - জমিন ভাড়া দেওয়া জায়েয। চায় নির্দিষ্ট নগদ টাকার বিনিময়ে ভাড়া দেয়া হোক বা নির্দিষ্ট পরিমাণের তরি তরকারি কিংবা উৎপাদিত ফসলের হিস্যার পরিবর্তে হোক, সবই জায়েয।
এই হিসেবে ২ নম্বর সুরত অর্থাৎ, উৎপাদিত ফসল বিক্রির টাকার একাংশ নেয়াও তো জায়েজ হওয়ার কথা। আবার ১ নম্বর প্রশ্নের উত্তরে উৎপাদিত ফসলের হিস্যার বিনিময়ে ভাড়া দেয়া জায়েজ বলা হয়েছে। কিন্তু ২ নম্বর প্রশ্নে উৎপাদিত ফসলের একাংশের পরিবর্তে ভাড়া দেয়া নাজায়েজ বলা হয়েছে। এখানে কি শতাংশ হিসেবে ভাড়া দেয়া নাজায়েজ বলা হচ্ছে? সেক্ষেত্রে ১ নম্বর প্রশ্নের দলিল হিসেবে উত্তরের শেষদিকে উৎপাদিত ফল বা ফসলের অর্ধেক তথা ৫০ শতাংশ ফেয়ার শর্তে জমি বর্গা দেয়ার কথা বলা আছে। এই হিসাবে ২ নম্বর সুরতেও তো ভাড়া দেয়া একই কথা হওয়ার কথা।
এই ব্যাপারটা একটু বুঝিয়ে বলবেন। জাযাকাল্লাহ খায়রান
২ নম্বর প্রশ্নটা আরো ক্লিয়ার করলে এরকম হবে - যাকে ভাড়া দিচ্ছি তাকে এই শর্তে ভাড়া দিচ্ছি যে, উতপাদিত ফসল বিক্রির টাকার ৫০ শতাংশ সে আমাকে দেবে। এই সুরতে কি নাজায়েজ হবে?