বিসমিহি তা'আলা
জবাবঃ-
হযরত ইবনে উমর রাযি থেকে বর্ণিত-তিনি বলেন,
عَنِ ابْنِ عُمَرَ، قَالَ: «كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقْرَأُ عَلَيْنَا الْقُرْآنَ، فَإِذَا مَرَّ بِالسَّجْدَةِ كَبَّرَ، وَسَجَدَ وَسَجَدْنَا مَعَهُ»،
রাসূলুল্লাহ সাঃ নামাযে কুরআন তেলাওয়াত করতেন।যখনই কোনো সেজদার আয়াতে পৌছতেন,তখন তাকবীর বলে সোজা সেজদায় চলে যেতেন।এবং আমরাও উনার সাথে সেজদায় চলে যেতাম।(সুনানু আবি-দাউদ-১৪১৩)
নামাযে হোক বা নামাযের বাহিরে হোক, সর্বমোট ১৪ টি আয়াতে তেলাওয়াত করার পর সেজদা করা ওয়াজিব হয়।এ ওয়াজিব তরক করলে বান্দা অবশ্যই গোনাহগার হবে।
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
আপনি যদি নামাযের বাহিরে তেলাওয়াত করে থাকেন।তবে হিসাব করে যতটি তেলাওয়াতে সেজদা চলে গেছে ততটি তেলাওয়াতে সেজদাকে আদায় করে নিবেন। নতুবা গোনাহ হবে।
আর যদি নামাযের ভিতরে তেলাওয়াত করে থাকেন,এবং তেলাওয়াতে সেজদা পড়ার পর তিন আয়াতকে অতিক্রম না করে বরং এর ভিতরেই নামাযের রুকু করে সেজদায় চলে যান।তাহলে বিনা নিয়তে নামাযের সেজদার সাথে আপনার উপর ওয়াজিব হয়ে যাওয়া তেলাওয়াতে সেজদা আদায় হয়ে গেছে।যেমন ফাতাওয়ায়ে শামীতে বর্ণিত রয়েছে-
(وَ) تُؤَدَّى (بِسُجُودِهَا كَذَلِكَ) أَيْ عَلَى الْفَوْرِ (وَإِنْ لَمْ يَنْوِ) بِالْإِجْمَاعِ،
নামাযে আয়াতে সেজদা তেলাওয়াত করার পর সাথে সাথে নামাযের রুকু করে সেজদায় চলে গেলে বিনা নিয়তে নামাযের সেজদার সাথে তেলাওয়াতে সেজদা আদায় হয়ে যাবে।(ফাতাওয়ায়ে শামী-২/১১২)
কিন্তু যদি আপনি তিন আয়াত অতিক্রম করে ফেলেন,তাহলে আর নামাযের সেজদার সাথে আদায় হবে না।সুতরাং আপনি হিসেব করে সর্বমোট তেলাওয়াতে সেজদা কতটি?তা মুসাল্লিদেরকে জানিয়ে দিবেন।তারা একাকি আদায় করে নিবে।এবং আপনিও আদায় করে নিবেন।
এ সম্পর্কে আরো অন্যান্য ব্যখ্যাও রয়েছে।আমি সবচেয়ে সহজটি উল্লেখ করলাম।জাযাকুমুল্লাহ।আল্লাহ-ই ভালো জানেন।
আরো জানতে ভিজিট করুন- 576
উত্তর লিখনে
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ, Iom.