আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহ।
গত২৮শে অক্টোবর মাসিক শুরু হয় এবং ৭দিন স্থায়ী হয়। মাসিকের ১৪তম দিনে ল্যাপারোস্কপি অপারেশন করা হয় যেখানে ডিম্বাশয়, ডিম্বনালী,জরায়ু পরিষ্কার করে দেওয়া হয়েছে।অপারেশন এর পরের দিন ক্যাথেটার পড়ানো ছিলো তাই আমি কিছু বুঝতে পারিনি। কিন্তু ১৬তম দিন থেকে জরায়ু থেকে মাসিকের মতো রক্ত যাচ্ছে।।আজকে প্রায় ৪দিন ধরে রক্ত দেখছি তাও আমি নামাজ পড়ে যাচ্ছি।এমতাবস্থায় আমার নামাজ গুলো কি সহিহ হচ্ছে এবং এক্ষেত্রে আমার করনীয় কি।