আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ
সম্মানিত শায়েখ,
আমি আলহামদুলিল্লাহ সদ্য দ্বীনে ফেরা একজন মেয়ে।আমার আব্বুকে ছোট থেকেই সংশয়বাদী ধরণের দেঝে আসছি,কিন্ত আমার আম্মু আলহামদুলিল্লাহ আস্তে আস্তে সলাত,সিয়াম পালন করেন।এখনো দ্বীন নিয়ে বেশ স্ট্রাগল করতে হয় আমাকে আলহামদুলিল্লাহ।
আমার বিয়ের বয়স হয়েছে, আমি অনেক চেষ্টা করছি ফ্যামিলিকে বুঝাতে।সম্প্রতি আমার এক জায়গায় বিয়ের কথা চলছিল।কুফু মিল ছিল এবং অন্যান্য বিষয় যেগুলো শরীয়াহ মোতাবেক সেগুলোও মিল আছে।দেখা সাক্ষাতের পূর্বে এবং পরে ২বার ই ইস্তেখারা করে ইতিবাচক মনে হওয়াতে পাত্র এবং আমি আগাতে চাচ্ছিলাম।প্রথমে আমার দিক থেকে আমার গার্ডিয়ান নারাজ ছিলেন,উনাদেরকে আড়াই মাস ধরে আমি সবরের সাথে বুঝিয়েছি এবং উনারা রাজি হয়েছেন।কিন্ত পাত্রের সম্মানিত বাবা-মা প্রথম দিকে খুব রাজি ছিলেন,পারলে সেদিন ই বিয়ে করিয়ে নেন এরকম কিন্ত দেখা সাক্ষাতের পরে আমার বিষয়ে বেশ কিছু মিসকন্সেপশন উনাদের থাকায় এখন আগাতে চাচ্ছেন না পাত্রের মা,তবে পাত্র শুধুমাত্র দ্বীনকেই প্রাধান্য দিয়ে আগাতে চাচ্ছিলেন এবং চেষ্টাও করছেন উনাদের ভুল ভাঙ্গাতে।উনাদের মিসকন্সেপশন গুলো অনেকটা এরকম -
আমি একমাত্র মেয়ে তাই বাড়ির সব কাজ গুছিয়ে নিতে পারব কিনা,আমার আগে দ্বীনের বুঝ ছিল না কিন্ত আমি পরে কেন দ্বীনে এসেছি,আমি আমার ফ্যামিলিকে গুছিয়ে আগলে রাখতে পারব কিনা,বিয়ের পরে ঝামেলা হলে আমার আব্বুম্মু কিছু করতে পারবেনা তখন (ঝামেলা কেন হবে এটা খুব প্রশ্ন) etc etc. এরকমটা শুনার পরে আমার আম্মু কিছুতেই রাজি হচ্ছেন না যেহেতু আমি একমাত্র মেয়ে,আমাদের ফ্যামিলিও এডুকেটেড।
তবে আমার এবং পাত্রের কথা ছিল যে আক্বদ করানোর পরে যে যার বাসায় থাকলাম,তারপর উনার জবের প্রমোশন হবার পরে আমাকে তিনি উঠিয়ে নিল নাহয়।ইস্তেখারা ইতিবাচক হওয়া স্বত্তেও আমি এবং পাত্র আসলে বুঝতে পারছিনা এরকমটা কেন হচ্ছে।পাত্রের মতে,তিনি ইস্তেখারা করার পরে অন্য প্রস্তাবে এই ৫-৬মাস যাবত যতদিন আমাদের বিয়ের বিষয়ে কথা চলছে উনি অন্য প্রস্তাবে অনাগ্রহ প্রকাশ করছেন এবং উনার মাকে বুঝাচ্ছেন,আমারও এক ই রকম অবস্থা।তাছাড়া আমি চেয়েছিলাম বিয়ের পরে উনাদের বাসার কাছাকাছি নিজেরা আলাদা ভাবে থাকতে(যদিও প্রথমদিকে আমি ফুল ফ্যামিলির সাথেই স্টে করতে চেয়েছিলাম),কিন্ত পাত্র রাজি হচ্ছেন না উনি একমাত্র ছেলে,বাবা-মায়ের হক্বের ব্যপার আছে তাই।তিনি আলহামদুলিল্লাহ যথেষ্ট দ্বীনদার মেন্টালিটির,শুধুমাত্র দ্বীনকে প্রাধান্য দিয়েই এত মাস অপেক্ষারত ছিলাম।কিন্ত নিজেদের বাবা মা ইলোজিক্যাল কিছু জিনিসকে কেন্দ্র করে বিয়েটাকে দীর্ঘ এবং কঠিন করে তুলছে।এক্ষেত্রে আমাদের করণীয় কি হবে যদি জানাতেন ইনশা আল্লাহ। পাত্র এবং আমার জন্য কোনো পরামর্শ থাকলে সেটাও মেহেরবানি করে জানানোর অনুরুধ তাহলে একটা ডিসিশনে আসতে সহজ হবে ইনশা আল্লাহ।
জাযাকাল্লাহ খয়ের, রব আপনাকে আফিয়্যাহর সাথে রাখুন।