ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১) অন্যের জিনিস না জেনে ব্যাবহার করলে অবশ্যই হক নষ্টের গোনাহ হবে। এক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তির কাছ থেকে অনুমোদন নিতে হবে বা তার কাছে ক্ষমা চেয়ে নিতে হবে।
(২) খাবার খাওয়ার সময় ভুল করে কিছু খাবার( অল্প পরিমাণ) মাটিতে পড়ে গেলে, তা যদি না খাওয়া হয়, তাহলে যদিও অপচয়ের গুণাহ হবে না।
(৩) অন্য কারো গাড়ির ভিতরে দৃষ্টিপাত করা জায়েয হবে না। (যদি গাড়িতে কেউ না থাকে) তবে আইনশৃঙ্খলা বাহিনীর জন্য তালাশি করার জন্য রুখসত থাকবে।
(৪) মুসলিমরা কাফেরদের থেকে শ্রেষ্ঠ। এখন কেউ যদি এভাবে বলে,"আমি মুসলিম তাই আমার থেকে অমুক কাফের তুচ্ছ " এটা বলা অহংকারের অন্তর্ভুক্ত না যদি এটা বলার মূল কারণ ঈমান হয়। এমনটা বলা নাজায়েয হবে না।
(৫) ছবি ডিলিট করে দিয়ে আল্লাহর কাছে ক্ষমা চাইলেই হবে। তাদের কাছে ক্ষমা চাইতে হবে না।
(৬) প্রশ্নের বিবরণমতে ঐ আন্টির হক নষ্ট হয়েছে। তবে ফিতনার সম্ভাবনা না থাকলে আপনার কোনো গোনাহ হবে না।
(৭) তাদের কাছ থেকে অনুমোদন নিয়ে নিতে হবে।
(৮) প্রশ্নের বিবরণমতে নামায হয়েছে।
(৯) আরবি হরফ "ওয়াও" কে গোল করে পড়লে নামাজে কোনো সমস্যা হবে না।