আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
33 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (29 points)
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ

১.অন্যের জিনিস না জেনে ব্যাবহার করলে কি হক নষ্ট হবে? এক্ষেত্রে করণীয় কি?

২.খাবার খাওয়ার সময় ভুল করে কিছু খাবার( অল্প পরিমাণ) মাটিতে পড়ে গেলে তা যদি না খাই তবে কি অপচয় করার গুণাহ হবে?

৩.অন্য কারো গাড়ির ভিতরে দৃষ্টিপাত করা কি জায়েজ?(যদি গাড়িতে কেউ না থাকে)

৪.মুসলিমরা কাফেরদের থেকে শ্রেষ্ঠ। এখন কেউ যদি এভাবে বলে,"আমি মুসলিম তাই আমার থেকে অমুক কাফের তুচ্ছ " এটা বলা কি অহংকারের অন্তর্ভুক্ত? এটা বলা কি জায়েয?

৫. একবার আমার ক্লাসমেট একটা মেয়ের সাথে হাটতেছিল।আমি দুষ্টামি করে তাদের ছবি তুলেছিলাম।সেটা সে জানতে পারে আরে মেয়েটাও সম্ভবত জানতে পারে।আমি ঐ ছবি ডিলিট করে দিয়েছিলাম।এখন আমাকে কি তাদের কাছে ক্ষমা চাইতে হবে?

৬. আমি একবার একজন আন্টিকে কল দিছিলাম।কারণ আম্মু উনার সাথে কথা বলবে বলে। কিন্তু আমি ভুল করে মোবাইলের স্পিকার অপশন অন করে রেখেছিলাম।ফলে কথা বলার ঐ আন্টির আওয়াজ আমার কানে আসে। কিন্তু ঐ আওয়াজ কানে নেইনি অর্থাৎ ইগনোর করেছি। এক্ষেত্রে ঐ আন্টির কি হক নষ্ট হয়েছে?

৭. আমার এখানে দুজন ভাড়াটিয়ার জন্য রান্নাঘর একটি।এখন পাশের বাড়ির লোকেরা গরম পানি বসিয়েছিল কিন্তু আমি তা নিজের মনে করে ঐ পানি ব্যাবহার করি।পরে আম্মু আমাকে তা ওয়াকিবহাল করে। এবং নতুন গরম পানি বসায় এবং বিষয়টি পাশের বাড়ির লোককেও জানায়।এখন আমার করণীয় কি?

৮.ফজরের নামাজে মাসবুক থাকা সত্ত্বেও ভুল করে সালাম ফিরাই।সালাম ফেরানোর পর কারো সাথে কথা বলিনি তবে এদিক ওদিক তাকিয়েছি কিন্তু তখন মনে পরল যে আমি মাসবুক তাই আমি ২য় রাকাতে দাড়িয়ে ২য় রাকাত নামাজ সম্পন্ন করি। আমার নামাজ কি হয়েছে?
(ফজরের ফরজ নামাজ ৩০ শে মার্চ ২০২৫)

৯.আরবি হরফ "ওয়াও" কে গোল করে পড়লে নামাজে কি কোনো সমস্যা হবে?

1 Answer

0 votes
by (741,060 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১) অন্যের জিনিস না জেনে ব্যাবহার করলে অবশ্যই  হক নষ্টের গোনাহ হবে। এক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তির কাছ থেকে অনুমোদন নিতে হবে বা তার কাছে ক্ষমা চেয়ে নিতে হবে।

(২) খাবার খাওয়ার সময় ভুল করে কিছু খাবার( অল্প পরিমাণ) মাটিতে পড়ে গেলে, তা যদি না খাওয়া হয়, তাহলে যদিও অপচয়ের গুণাহ হবে না। 

(৩) অন্য কারো গাড়ির ভিতরে দৃষ্টিপাত করা জায়েয হবে না। (যদি গাড়িতে কেউ না থাকে) তবে আইনশৃঙ্খলা বাহিনীর জন্য তালাশি করার জন্য রুখসত থাকবে।

(৪) মুসলিমরা কাফেরদের থেকে শ্রেষ্ঠ। এখন কেউ যদি এভাবে বলে,"আমি মুসলিম তাই আমার থেকে অমুক কাফের তুচ্ছ " এটা বলা অহংকারের অন্তর্ভুক্ত না যদি এটা বলার মূল কারণ ঈমান হয়। এমনটা বলা নাজায়েয হবে না।

(৫) ছবি ডিলিট করে দিয়ে আল্লাহর কাছে ক্ষমা চাইলেই হবে। তাদের কাছে ক্ষমা চাইতে হবে না।

(৬) প্রশ্নের বিবরণমতে ঐ আন্টির হক নষ্ট হয়েছে। তবে ফিতনার সম্ভাবনা না থাকলে আপনার কোনো গোনাহ হবে না।

(৭) তাদের কাছ থেকে অনুমোদন নিয়ে নিতে হবে। 

(৮) প্রশ্নের বিবরণমতে নামায হয়েছে। 

(৯) আরবি হরফ "ওয়াও" কে গোল করে পড়লে নামাজে কোনো সমস্যা হবে না।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...