আমার বাসার পাশের এক আঙ্কেল সুদি এনজিও তে চাকরি করে আমরা তাদের বাসায় খাই না, তারা হাদিয়া দিলেও নেই না আমরা।ঐ আঙ্কেল বেশ কিছু ইলিশ মাছ কিনে আনছে কিন্তু উনার বাসায় খাওয়ার লোক কম এজন্য কিছু মাছ বিক্রি করবে সেক্ষেত্রে ১০০/২০০ টাকা কমে কি এই মাছ গুলো আমরা কিনতে পারব? এটা কি জায়েজ হবে?