বেতের নামাজের প্রথম রাকাতে সুরা ফাতিহা পড়তে যেয়ে আমার হঠাৎ মনোযোগ দরে যায় ( ক্লান্তির কারণে) আবার মনোযোগ আসলে আমি প্রায় সুরা ফাতিহা শেষ এর দিকে পৌছায়, তখন মনে হয় ইয়া কানাবুদ.... এই আয়াত টা পড়েছি কিনা,, সন্দেহ হয়, না পড়লেতো আবার মাথায় বাজত কারণ সুরা টা আমাদের সবার এমন মুখস্ত যে ভুল বা বাদ দিয়ে পড়লে ধরা পড়ত,,,।
আমার মাঝে মধ্য সুরা ফাতিহা পড়তে যেয় এমন হয়,
এই ক্ষেত্রে আমার কি করা উচিত ছিল?
আমি ওই ভাবেই নামাজ শেষ করি, repeat আবার আয়াত পড়ি নাই,,