السَّلَامُ عَلَيْكُمْ وَرَحْمَةُ اللهِ وَبَرَكَاتُه
আমি একটা সময় আল্লাহর কাছে অনেক দোয়া করতাম। আমি অনুভব করতাম আমি আল্লাহর অনেক নিকটবর্তী। অনেক আমল করতাম। সব সময় আল্লাহ কে সন্তুষ্ট করার চেষ্টা করতাম। কিন্ত আমার জীবনে আমি উল্লেখযোগ্য কোনো পরিবর্তন দেখি নি। বরং যেই জিনিস গুলোর জন্য মন খুলে, প্রানপনে দোয়া করতাম, সেই জিনিস গুলোই আমার জীবন থেকে একে একে দূরে সরে গিয়েছে। এমন ভাবে দূরে সরে গিয়েছে যে সেগুলো কোনো দিন আমার হবে, এটাই আমার কাছে এখন অকল্পনীয়। এত দোয়া আমলের পরও নিজের জীবনে উল্লেখযোগ্য কোনো পরিবর্তন দেখতে পাই নি বরং আরও একা হয়ে গিয়েছি আমি। ফলে হতাশা আমাকে ঘিরে ধরেছে। গুনাহে লিপ্ত ও হয়ে যাচ্ছি। আবার নিজেকে টেনে হিচড়ে রবের নিকট সোপর্দ করছি। এভাবেই যুদ্ধ চলছে নিজের সাথে। যেখানে আগে নিজের নফসের সাথে এত যুদ্ধ করতে হতো না। সারাদিন আল্লাহর এবাদতে সময় পার করতে পারতাম। সেখানে আমি এখন পুরোই ভিন্ন মানুষ হয়ে গেছি। যেহেতু আমার ভাই নেই, বাবারও ব্যবসা অত ভালো চলে না, আমার বিয়েও হচ্ছে না তাই চাকরি তে জয়েন করেছি। কিন্ত সেখানে জয়েন করার ফলে নামায কাজা হচ্ছে। খাস পর্দা মেইনটেইন করাও সম্ভব হচ্ছে না। অনেক চেষ্টা করি নিজেকে সুধরানোর, আল্লাহর আরও নিকটবর্তী হওয়ার। কিন্ত কেনো যেনো মনে হয়, আল্লাহ আমাকে তার থেকে দূরে সরিয়ে দিচ্ছেন।যেখানে আমার বিয়ে হয়ে গেলে, আমি হয়তো ঘরে বসে আল্লাহর এবাদত করতে পারতাম, পর্দা মেইনটেইন করতে পারতাম। সেখানে বিয়েটা আমার জন্য কঠিন হয়ে গেছে এবং চাকরি টাই আমার জন্য সহজ হয়ে গেছে। সে জন্যই আমার মনে হচ্ছে আল্লাহ চাচ্ছেন না আমি তার এবাদত করি, তার নিকটবর্তী হই। এসব ভেবে ভেবে আমি প্রচুর হতাশ।
এখন আর হাত তুলে দোয়া করা হয় না। মনে হয় যেন, আল্লাহ আমার জন্য যেটা ভালো সেটাই করবেন, আমার দোয়া করার প্রয়োজন নেই। বা এমন মনে হয় যে ভাগ্যে যা আছে তাইই হবে, দোয়া করলে তো আর কবুল হয় না। বরং যেই জিনিসের জন্য দোয়া করি, সেটাই আমার জীবন থেকে চলে যায়। তাই এক প্রকার ভয়ও কাজ করে দোয়া করতে।
এখন আমার প্রশ্ন হচ্ছে, এই যে আমি দোয়া করছি না, কিন্ত আল্লাহর উপর বিশ্বাস রাখছি যে আল্লাহ যা চান, তাইই হবে। এতে কি আমার কোনো গুনাহ হচ্ছে বা আপনাদের কি মনে হয় আল্লাহ আমার উপর কোনো কারনে অসন্তুষ্ট?
আরেকটা প্রশ্ন হচ্ছে, এই যে বাহিরে বের হয়ে চাকরি করছি। এতেও ইসলামের কি বিধান রয়েছে? আমার বয়স ২৩। আমি একটা স্কুল শিক্ষকতা করছি।