https://ifatwa.info/119517/?show=119519#a119519
আমি একটা প্রশ্ন করেছিলাম যে ওয়াইফাই ব্যবহার নিয়ে, আপনি বলেছিলেন তা হারাম হবে । এখন আমি ওই ওয়াইফাই ব্যবহার ছেড়ে দিয়েছি ।কিন্তু ঐ ওয়াইফাই দিয়ে আমি আমার ফোন আপডেট করেছি এবং অনেক সফটওয়্যার ডাউনলোড করছি । এখন কি আমার জন্য সেগুলো ব্যবহার করা গুনাহ হবে ।আর আমি আগে যে গুনাহ করেছি, তা কিভাবে তওবা করব ।