বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
বিয়ের পূর্বে বিয়ের সাথে সম্বন্ধযুক্ত করে তালাক দিলে, তালাক পতিত হবে।
مأخَذُ الفَتوی
لما في الفتاوى الهندیة:
إذا أضاف الطلاق إلى النكاح وقع عقيب النكاح نحو أن يقول لامرأة: إن تزوجتك فأنت طالق أو كل امرأة أتزوجها فهي طالق ۔۔۔ وإذا أضافه إلى الشرط وقع عقيب الشرط اتفاقا مثل أن يقول لامرأته: إن دخلت الدار فأنت طالق ولا تصح إضافة الطلاق إلا أن يكون الحالف مالكا أو يضيفه إلى ملك - (الفتاوي الهندية:١/٤٢٠)
فتاوی دارالعلوم دیوبند
جواب نمبر: 58284
এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/5554
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
(১) উমুক কাজ করলে আমি যাকে বিয়ে করবো, সে ৩ তালাক অথবা আমি যাকেই বিয়ে করবো, সে ৩ তালাক এই দুটো বক্যের মধ্যে পার্থক্য রয়েছে।
প্রথম বাক্যর দ্বারা অমুক কাজ করার পর প্রথম যাকে বিয়ে করা হবে, সে ৩ তালাক প্রাপ্ত হবে। দ্বিতীয় বার যাকে বিয়ে করা হবে, তার উপর কোনো তালাক হবে না। দ্বিতীয় বাক্যর অর্থ হল, যাকেই বিয়ে করা হবে, তার উপর ৩ তালাক পতিত হবে। প্রথমবার, দ্বিতীয় বার, তৃতীয় বার মোটকথা যখন বিয়ে হবে, সাথে সাথেই তালাক পতিত হবে।
(২) দুটো বাক্যের মধ্যে কোনটি উচ্চারণ করা হয়েছে তা নিয়ে সন্দেহ থাকলে, যেহেতু প্রথম বাক্যে সহজ বিধান, তাই সেটাই গ্রহণযোগ্য হবে।
(৩) এই ফতোয়ার হানাফি ফিকহের উল্টো। সুতরাং হানাফি ফিকহের অনুসরণ কারী কারো এটার উপর আমল গ্রহণযোগ্য হবে না। https://al-itisam.com/article_details/183