আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহ
১।দুরুদের অনেক ফজিলত এটা জানি।ফেসবুকে একটা পোস্ট দেখেছি যতটা মনে আছে ১ হাজার বার দৈনিক দুরুদ নিজে পড়েছে স্বপ্নে মুহাম্মদ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে দেখেছে হয় কিছু করতে নিষেধ করতে নয়ত আরেকটা কি ঠিক মনে নাই।যাদের করতে বলেছে আর করেছে তারাও নাকি দেখেছে এমন।এটা নিয়ে একটু জানাবেন মানে ইসলাম কি বলে এটা নিয়ে?
৩।কোন মানুষ ঠিকি স্ত্রীকে পর্দা করায় আর ইসলাম ও মানে।পর্দা নিয়ে বিরুপ না করে এমনিতে আরেকটা মেয়ে হিজাব পড়েও ওপরে ওড়না নিছে এটা না নিলে ভালো হতো এমন বললে কি গুণাহ হবে? সে পর্দা নিয়ে কটাক্ষ না এমনিতে খারাপ মন্তব্য ও না। এমনিতে বললে?