আসসালামু আলাইকুম হুজুর,
কিছু আসবাবপত্র কিনার নিয়ত করেছি। আজকে আমার বিবিকে অনলাইনের ছবি থেকে আসবাবপত্র পছন্দ করতে বলি। আমার স্ত্রী আমাকেই আসবাবপত্র পছন্দ করতে বলে এবং আরো বলে সে তো আমার উপর ই নির্ভরশীল।
তখন আমি আমার স্ত্রীকে বললাম, "আল্লাহ পাক, স্ত্রীদের কে স্বামীদের উপর নির্ভরশীল করেছেন। তুমি তো অবশ্যই আমার উপর নির্ভরশীল। তুমি আসবাবপত্র এর ছবি পছন্দ করো দেখি আমার পছন্দ হয় কিনা।"
এখানে আমি স্বাভাবিক ভাবেই বলছি, "আল্লাহ পাক, স্ত্রীদের কে স্বামীদের উপর নির্ভরশীল করেছেন। তুমি তো অবশ্যই আমার উপর নির্ভরশীল।"
প্রশ্ন:
ভবিষ্যতে আমি স্বাভাবিক ভাবে আমার স্ত্রীকে বলতে পারি, তুমি তোমার পছন্দ অনুযায়ী মার্কেটে থেকে তোমার জামা কিনে নিয়ে আসো।
অথবা ভবিষ্যতে স্বাভাবিক ভাবে বলতে পারি, আমার পাশাপাশি কিছু অর্থ উপার্জন করো।
অথবা ভবিষ্যতে আল্লাহ আমার অর্থ উপার্জনের তৌফিক দিল না। তখন আমি স্বাভাবিক ভাবে বলতে পারি তুমি কিছু অর্থ উপার্জন করো।
অথবা ভবিষ্যতে আমার স্ত্রী কোন পেশায় অর্থ উপার্জন করলো। আমি স্বাভাবিক ভাবে বলতে পারি তুমি যে অর্থ উপার্জন করলে, এ থেকে তোমার জন্য জামা কিনো।
প্রশ্নে উল্লেখিত ভবিষ্যতের এই বিষয় গুলিতে, আমাদের কি বৈবাহিক কোন সমস্যা হবে?