আসসালামু আলাইকুম,
আমার এক সকালে স্বপ্নদোষ হয় তাই আমি গোসলের জন্য গরম পানি রেডি করেছি এবং আলাদা বালতিতে রেখেছি। কিন্তু তার পাশেই কল ছিল। আমি আমার গোপানাঙ্গ পরিষ্কার করার সময় কল থেকে ছিটকে সুচের গুড়ার মতো ফোটা ১-২ বার লাগে। তারপর গোসল শেষে শুধু সন্দেহ হচ্ছে কানের ভিতরে পানি গিয়েছে কিনা( উল্লেখ্য আমি কানের ছিদ্রি ও নাভির ছিদ্রিতে পানি দিয়েছিলাম তবে কানের উপরিভাগে দিতে মনে নেই) এখন আমি ফজরের সালাস আদায় করেছি, খুব সন্দেহ হচ্ছে। ফজরের সালাত আদায় করেছি।
১) আমার গোসল কি হয়েছে?
২) আর আমার সালাত কি হবে?
বেয়াদবি মাফ করবেন, আমার ৮ টায় স্কুল তারপর একেবারে সন্ধা পর্যন্ত বাহিরে থাকবক্স আগে দিতে পারলে গোসল করে নিতাম।