আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহ। আমার ভাইয়া একটা বেসরকারি সুদি ব্যাংকে চাকরি করেন। তাকে জানানো হয়েছে যে তিনি সুদের সাথে যুক্ত হয়ে গেছেন।যেটা ইসলামে হারাম।এরপর তিনি বিভিন্ন জায়গায় হালাল চাকরির জন্য চেষ্টা করেছেন।কিন্তু সেগুলোতে কোয়ালিফাই হননি।এখন চাকরিটা ছেড়ে দিলে আমার ফ্যামিলি অবস্থা খুবই করুণ হবে।ভাইয়া দ্বীনের জ্ঞান এর দিক থেকে পিছিয়ে আছেন।ওনাকে অন্য হালাল ইনকাম করার কথা বলছি।কিন্তু অন্য কোথাও চাকরি না পাওয়ায় ব্যাংকের চাকরিই করে যাচ্ছেন।
১।ব্যাংকের চাকরির জন্য তো উনি গোনাহগার হচ্ছেন। ওনার করণীয় কি?
২।আমার পরিবারের ভরণপোষণের দায়িত্ব ভাইয়ার কাছে।সুদি ব্যাংকের জন্য তো আমরাও গোনাহগার হচ্ছি।এই গুণাহ থেকে পরিত্রাণের উপায় কি?
৩।আমি একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করি।পড়াশোনার খরচ ভাইয়ায় দেন।এক্ষেত্রে তার বেতনের টাকা নেয়া আমার জন্য কি জায়েজ হবে?
৪।যদি জায়েজ না হয় তাহলে আমাকে নিজে একটা ইনকাম সোর্স এর ব্যবস্থা করতে হবে।এজন্য যদি আমি কোথাও দূরে টিউশনি করি এক্ষেত্রে পাবলিক যানবাহন ব্যবহার করতে হয়।আমি পর্দা মেইনটেইন করার চেষ্টা করি।এতে কি আমার পর্দার খেলাপ হবে?এভাবে কি আমি টিউশনি করাতে পারব?
৫।আমার কি করণীয় ভাইয়ার বেতনের টাকা নেয়া নাকি টিউশনি করানো?