আমি হায়েজ নিয়ে সমস্যার সম্মুখীন হচ্ছি।
আমার হায়েজ সাধারণত ৮ দিনের মত থাকে। আর হেভি ব্লিডিং হয়। আর এক হায়েজ শুরুর প্রায় ৩০-৩২ দিন পরে, পরের হায়েজ শুরু হয় এমন।
আমার সঠিক মনে নেই তবে খুব সম্ভবত ২৮/২৯ আগস্ট আমার হায়েজ হয়, যেটা সঠিক সময়ে হয়, আর ব্লিডিং ও স্বাভাবিক ছিল। আর খুব সম্ভবত ৮ দিন-ই স্থায়ী ছিল।
সমস্যা শুরু হয় সেপ্টেম্বর এ। হঠাত ১৯ সেপ্টেম্বর মাগরিবের সময় আমার আবারও পিরিয়ড শুরু হয়। ব্লিডিং খুব অল্প থাকে। আবার ২২ তারিখ মাগরিবের দিকেই সেরে যায়।
এখন আবার ৬ অক্টোবর ভোরে আমার ব্লিডিং শুরু হয়েছে। (৪ অক্টোবর একবার রক্তের মতো দাগ দেখেছিলাম কিন্তু ওটা স্থায়ী হয়নি বলে নরমালি নামায পড়েছি)। আমার কি করা উচিত বুঝতে পারছিনা৷ আমার তো আগের দিন আর সময়গুলোও ঠিকমতো মনে নেই। এখন থেকে হিসেব রাখবো ইন শা আল্লাহ, আগে রেগুলার পিরিয়ড হতো বলে রাখিনি।
তবে এখন কি আমার নামায পড়া উচিত? নাকি সেপ্টেম্বর এর ওই সময়ের গুলো কাযা পড়া উচিত। প্লিজ আমাকে সাহায্য করুন।